সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

যৌন নিপীড়নে জাবি শিক্ষক স্থায়ী বরখাস্ত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাতে দিকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাবির রেজিস্টার আবু হাসান।

তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এরপরই জনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

রেজিস্টার জানান, বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৪ (জ) ধারা অনুযায়ী চাকুরিচ্যুতি হয়েছে মাহমুদুর রহমান জনিকে।

আর এই ধরায় ব্যবস্থা নেয়ার ফলে, বরখাস্ত হওয়া জনি বিশ্ববিদ্যালয় থেকে অবসরকালীন কোনো ধরনের ভাতা বা সুযোগ-সুবিধা পাবেন না। অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা সরকারি চাকরিতেও তিনি যোগ দিতে পারবে না।

যৌন নিপীড়নের দায়ে মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করোয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ।

মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে প্রথম যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসে ২০২২ সালের ২১ নভেম্বর। জনি ও একই বিভাগে নিয়োগ পাওয়া এক নারী প্রভাষকের একটি অন্তরঙ্গ ছবি দিয়ে জাবি ক্যাম্পাসের বিভিন্নস্থানে পোস্টার সাঁটানো হয়। পোস্টারে লেখা হয়, এভাবেই ললিপপের ভেল্কিতে শিক্ষিকা হলেন...।

আর মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে যৌন নিপীড়নের আনুষ্ঠানিক অভিযোগ আসে ২০২২ সালের ডিসেম্বরে। সে সময় তার বিভাগে শিক্ষক পদে আবেদন করা জাবির ৪৩ ব্যাচের এক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তার অডিও ছড়িয়ে পড়ে। অবশ্য চাকরির জন্য আবেদন করলেও জনির বিভাগে তা পাননি ওই নারী।

ওই অডিওর কথোপকথনে বলতে শোনা যায় যে, মাহমুদুর রহমান জনি ভুক্তভোগীকে নারীকে জোরপূর্বক গর্ভপাত করিয়েছেন। ওই সময় জনির সঙ্গে ছাত্রলীগের একাধিক নেত্রীর ‘অনৈতিক’ সম্পর্ক ও ‘অশালীন’ আলাপের ছবি ও তথ্য সামনে আসে।

এসব ঘটনা প্রকাশ্যে আসার পরই জনির বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২২ সালের ৮ ডিসেম্বর জনির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠিত হয়। আর জনিকে সরিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টরের পদ থেকে।

মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

অভিযোগ ওঠার পর ভুক্তভোগী ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, মাহমুদুর রহমান জনির সঙ্গে শারীরিক সম্পর্কের এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তবে জনি তাকে বিভিন্নভাবে চাপ ও বিয়ের প্রলোভন দেখিয়ে চুপ করিয়ে রাখেন। আর এসব প্রলোভন দেখিয়ে আমাকে দিয়ে উপাচার্য বরাবর একটি দায় মুক্তিপত্র লিখিয়ে নেয়।

তবে দায় মুক্তির চিঠি লেখানোর পরই মাহমুদুর রহমান জনি সুর পাল্টে ফেলেন বলে তখন অভিযোগ তোলন ওই নারী। বলেন, ‘সে কথা রাখেনি এবং যথারীতি একজন প্রতারক।’

জনির বিরুদ্ধে দায় মুক্তিপত্র লেখানোর অভিযোগ উঠার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ মহিলা পরিষদ। আর এ ঘটনায় জনির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়ে জাবি প্রশাসনকে চিঠি দেয় ইউজিসি।

এদিকে জনিকে দায় মুক্তি দেয়া হতে পারে এমন শঙ্কায় জাবি শিক্ষক-শিক্ষার্থীরা আবারো আন্দোলন শুরু করে।

আর এরি মধ্যে ঘটনার প্রায় ১০ মাস পর গত বছরের ১০ আগস্ট তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে, যেখানে অভিযোগের সত্যতা পাওয়ার করা জানানো হয়। এরপরই মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয় স্ট্রাকচার্ড কমিটি।

মাহমুদুর রহমান জনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৬ ব্যাচের ছাত্র। ২০১২ সালে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।

আর ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান জনি। পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক’ সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠতে শুরু করে।

এএ/আরবি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ হাজার শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেয়া হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত