খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরণের প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে সোমবার (১৯ মে) দুপুর ১২টার মধ্যে কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম শেষ না হলে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দেন তারা।
রোববার (১৯ মে) দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন।
প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে। ফলে কুয়েটের শিক্ষা কার্যক্রম সঙ্কটের মধ্যে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষা ও উপরমহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করে চলেছে।
এদিকে সকালে শিক্ষকদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।