সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

সব ভুলে এবার কাজে মন দাও, নিপুণকে সুচরিতা

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১০:১৪ পিএম

নানা ঘটনা, আলোচনা, সমালোচনা, হামলা, মামলা শেষে কিছুটা শান্ত এখন এফডিসি পাড়া। হয়ে গেলো শিল্পী সমিতির নির্বাচন। আদালতের রায়ে খুশি জায়েদ খান। 

এদিকে রায়ের পরপরই বুধবার (২ মার্চ) বিকালে বিএফডিসিতে সমিতির অফিসে ছুটে যান জায়েদ। এসময় সঙ্গে ছিলেন সুচরিতা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। 

কিন্তু সেখানে ঘটলো আরেক ঘটনা। শিল্পী সমিতির কার্যালয়ে তখন ঝুলছিল তালা। যার চাবি আবার নিপুণের কাছে! এরপর জায়েদের বিকালভর অসহায় অপেক্ষা। 

পরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের আদালতের রায় পড়ে শোনান জায়েদ। এরপর নিপুণের উদ্দেশ্যে বলেন, ‘কী দরকার এই চেয়ার নিয়ে এত ঝগড়ার। এটা নিয়ে সে (নিপুণ) কোর্টে যাচ্ছে, আমার খারাপ লাগছে, আমাদের শিল্পী বারান্দায় বারান্দায় দৌড়াচ্ছে। এটায় আমি কষ্ট ফিল করছি।’ 

জায়েদের কথা টেনে ধরে এসময় অভিনেত্রী সুচরিতা বলেন, ‘নিপুণ এসব ভুইলা এই মেধাটা শিল্পে লাগাও না। একটা হিরোইন হিসেবে তুমি নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করো। এসব দৌড়াদৌড়ি করে তো লাভ নেই। অভিনয় ছেড়ে এসব করে কী লাভ সোনা!’

জায়েদ বলেন, ‌‌‘আমি তো জোর করে চেয়ারে বসিনি। শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। আদালত থেকেও রায় পেয়েছি। তবু চাপে রাখা’। 

তারই কথার রেষ ধরে সুচরিতা আবার বলেন, ‘ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। নিপুণ তো তারও হিরোইন’। 

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান। কিন্তু ফলাফল মেনে নেননি নিপুণ। তিনি আপিল করেন। একসময় নির্বাচনের আপিল বিভাগ নিপুণকে সাধারণ সম্পাদক পদেজয়ী ঘোষণা করেন এবং অবৈধভাবে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। 

পরে পদটি নিয়ে শুরু হয় জটিলতা। এটি নিষ্পত্তির জন্য চলে যায় উচ্চ আদালতে। সবশেষ বুধবার আদালত জায়েদকে স্বপদে বহাল রাখে। 

একাত্তর/ এনএ


দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে...
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু...
জায়েদ খান ও মৌসুমী ইস্যুতে আগুনে ঘি ঢাললেন মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন এহসান। জায়েদ খান তার মা'কে বিরক্ত করেন বলে জানিয়েছেন তিনি।সোমবার (১৩ জুন) এক অডিও বার্তায় মৌসুমী জানান, জায়েদ খান তাকে কখন...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আপিল শুনানির দিন পিছিয়েছে। আগামী পাঁচ জুন শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার (২৩ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর...
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরিফের ইফতার মাহফিলে যোগ দিয়ে...
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত