সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

নতুন সিনেমাতেও মিথিলার অভিনয়ের প্রশংসা  

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে নিজের জায়গা করে নিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় গেলো শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। এটি কলকাতায় মুক্তি পাওয়া মিথিলার তৃতীয় চলচ্চিত্র।

একই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। তবে তুফানের থেকে আলোচনায় পিছিয়ে নেই দুলাল দে পরিচালিত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই সিনেমায় মিথিলার অভিনয় জয় করে নিয়েছে ওপার বাংলার দর্শকদের।

মুক্তির পর সিনেমাটির সঙ্গে মিথিলার অভিনয়েরও প্রশংসা করেছেন ভারতীয় সমালোচকেরা। সিনেমাটি মূলত শখের গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির গল্প। ক্রিকেটার কাম গোয়েন্দাকে পর্দায় হাজির করেছেন নির্মাতা। নতুন এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল। আর ছবিটির দেবযানী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, এই সিনেমায় মফস্বলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় মিথিলার অভিনয় নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। আর সংবাদ প্রতিদিনে লিখেছে, মিথিলা স্বাভাবিক সুন্দরী, তাঁর চড়া মেকআপের প্রয়োজন ছিলো না। তবে, অভিনয়ে তিনি সাবলীল।

আর নিজের নতুন সিনেমা সম্পর্কে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, কলকাতায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সবগুলোর জন্যই ভালো সাড়া ও প্রশংসা পেয়েছি। তার মধ্যে ‘মায়া’ সিনেমাটি বেশ ভালো চলেছে। ‘অভাগী’ পুরস্কার জিতেছে। পিছিয়ে নেই ‘নীতিশাস্ত্র’ও। কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি।

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমার কাহিনির প্রেক্ষাপট পানাঘাট শহরতলি। সেখানের একটি হাসপাতালের তরুণ চিকিৎসকের মৃত্যুরহস্যকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। সিনেমাটি নিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু-একটু করে গল্প এগিয়ে শেষ দৃশ্যেই চূড়ান্ত চমক দেয়া হয়েছে।

সিনেমাটিতে যুক্ত হওয়া নিয়ে মিথিলা বলেন, পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান। সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন। গল্প-চরিত্র ভালো লাগায় রাজি হয়ে যাই। এখানে বলে রাখা ভালো, দুই বাংলাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন মিথিলা।

কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে মিথিলা অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘মেঘলা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের দুটি সিনেমা।

এনএন
বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
সম্প্রতি ব্যক্তিগত নানান বিষয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পত্রিকার পাতা, সব জায়গায় অভিনেত্রীকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত