বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে তামান্না ভাটিয়ার। তার চোখের চাউনি থেকে মিষ্টি হাসি দেখলে যেন চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা। স্বাভাবিকভাবেই তিনি কি করছেন, কাকে দিলেন তার মন তা জানার আগ্রহ সকলের থাকবেই। যদিও অভিনেত্রীর মন এতো দিন ধরে বাধা ছিলো অন্যের কাছে। তামান্নার সেই প্রেমিক হলেন অভিনেতা বিজয় ভার্মা।
‘বাহুবলি’ খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন এই জুটি। এমন কী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাদের অন্তঃরঙ্গ সব ছবি। তবে, বিয়ের এমন আয়োজনের মধ্যেই হঠাৎ বদলে গেলো এই সম্পর্কের সমীকরণ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি ভেঙে গেছে এই জুটির প্রেম।
ভারতের বিনোদন দুনিয়ার পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। এক সপ্তাহ আগে তামান্না ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে তারা ভাল বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার পরিকল্পনা করেছেন। প্রেম থেকে পরিণয়ের পথে ছিলো যে প্রেম, সেই সম্পর্ক কেন ভেঙে গেলো, তা অবশ্য জানা যায়নি। এমনকি, তামান্না-বিজয়ও বিষয়টি এখনও কোনও কথা বলেননি।
কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু, যেখানে চারটি গল্প মিলে তৈরি সিনেমা। সেই ছবিতে অভিনয় করেন তামান্না-বিজয়। মূলত, এই সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেম। সেখান থেকেই তাদের প্রেমের গল্পের সূচনা। সেখানে দু’জন খুবই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচিত হয়েছেন।
সুজয় ঘোষের পরিচালিত এই অ্যান্থলজি সিনেমাতেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেন তারা। কাজের সূত্রেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের গুঞ্জন শুরু হয়। ২০২৩ সালে সেই ওয়েব সিরিজে তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার চুম্বনের ভিডিও ফাঁস হয়। তারপরই তাঁদের প্রেম নিয়ে হইচই পড়ে যায় বলিউডের অন্দরে।
বেশ কিছুদিন জল্পনার পর 'ফিল্ম কম্প্যানিয়ন জুন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন তামান্না। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকারও করেন এই যুগল। সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন তারা, বিয়ের পরিকল্পনাও করছিলেন তবে এরই মাঝে বিচ্ছেদের খবরে হতাশ তাদের অনুরাগীরা।
সম্প্রতি ‘আজ কী রাত’ শিরোনামে আইটেম গান হিট হবার পর তামান্না ভাটিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন। তামান্না ভাটিয়াকে শেষবার ‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়। আগামীতে তাকে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে দেখা যাবে। এছাড়া ‘ওদেলা ২’ ছবিতেও দেখা যাবে তাকে।
অন্যদিকে বিজয় এই সময়ের বলিউডের শীর্ষ তরুণ অভিনেতাদের একজন। গত বছর তার অভিনীত সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হ্যাইজ্যাক’ প্রশংসিত হয়।