সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

আবারো প্রশ্নের মুখে এ আর রহমান

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম

কিছু দিন আগে ‘পিপ্পা’ সিনেমায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর নিয়ে ব্যাপক সমালোচিত হন ভারতীয় সুরকার এ আর রহমান। এবার রহমানের সুর করা স্লামডগ মিলিয়নার সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক রাম গোপাল বর্মা।

২০০৮ সালে মুক্তি পেয়েছিলো অস্কারজয়ী সিনেমা স্লামডগ মিলিয়নার। আর এই সিনেমার সুপারহিট গান ‘জয় হো’র সুরকার হিসাবে অস্কার এসেছিলো এ আর রহমানের ঝুলিতে।

শুধুই কি অস্কার, এই গানের জন্য একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন সুরকার এ আর রহমান। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছিলো তার খ্যাতি শুধু এই জয় হো-র অস্কারজয়ী সুরকার হিসাবে। দীর্ঘ ১৬ বছর পর হঠাৎ অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রাম গোপাল বর্মা।

ফিল্ম ক্যাম্পেনিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, জয় হো গানের সুরকার হিসাবে রহমান অস্কারের যোগ্যই নন। কারণ ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং! এই মন্তব্য ঘিরে একেবারে হইচই পড়ে গেছে। শুধু তাই নয়, এ আর রহমান ও সুভাষ ঘাইয়ের মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়েও অনেক কথা বলেছেন রাম গোপাল বর্মা।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ ওই সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে শনিবার।

সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য যে সুর তৈরি করা হয়েছিলো সেটাই নাকি স্লামডগ মিলিয়নারে ব্যবহার করা হয়েছে বলে দাবি রামগোপাল বর্মার। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দর সিংকে দিয়ে সুর তৈরি করান এ আর রহমান। এই ঘটনায় রেগে গিয়ে সুভাষ ঘাই যুবরাজে ওই সুর ব্যবহার করেননি বলে জানান রাম বর্মা। পরে স্লামডগ মিলিয়নারে সেই সুর ব্যবহার করে অস্কার আসে এ আর রহমানের ঝুলিতে।

রাম গোপাল বর্মা জানান, যুবরাজ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই এ আর রহমান ও সুভাষ ঘাইয়ের মধ্যে অশান্তি হয়। যার জন্য রহমান সেই ছবির জন্য তার সুর করা গানটি অন্য একজন নির্মাতাকে দিয়ে দেন। পরে সেই গানের জন্য অস্কার পান এ আর রহমান।

রাম গোপাল ভর্মা ওই সাক্ষাৎকারে আরও জানান, ‘যুবরাজ ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করছিলেন এ আর রহমান।

রাম গোপাল বর্মার দাবি, সুভাষ ঘাই এ আর রহমানকে একটি গানের সুর দেওয়ার কথা বলেছিলেন। কিন্ত, ব্যস্ততার কারণে সেই মুহূর্তে সুভাষ ঘাইয়ের কথা রাখতে পারেননি। পরে যখন গানের সুর দিয়েছিলেন তখন বেজায় চটে যান পরিচালক। বকাঝকাও করেন। তখন রহমান জানান, লন্ডন থেকে ফেরার পর সুখবিন্দর সিংয়ের স্টুডিয়োতে গিয়েছিলেন। লন্ডনে থাকার সময় রহমান সুখবিন্দর সিংকে ওই গানে সুর দেওয়ার কথা বলেছিলেন।

সুভাষ ঘাই সুখবিন্দরের স্টুডিয়োতে পৌঁছে দেখেন রহমানের জায়গায় তিনি গানের সুর তৈরি করছেন। তখন আবার সেখানে পৌঁছান রহমানও। তিনি জানতে চান সুরটা তৈরি হয়ে গিয়েছে কি না। সুভাষ ঘাইয়ের কাছে অনুমতি চান সুরটা শোনানোর জন্য। তখন পরিচালক আরও রেগে গিয়ে বলেছিলেন এই গানের সুরকার হিসাবে তাকে কোটি কোটি টাকা দিয়েছেন। আর তিনি সুখবিন্দরকে দিয়ে সুর করাচ্ছেন? সুভাষ ঘাইয়ের থেকে টাকা নিয়ে অন্য কাউকে দিয়ে সুর করানোর সাহস কী করে হয় সেই প্রশ্নও করেন।

চূড়ান্ত অশান্তির পর সুভাষ ঘাই যুবরাজ ছবির জন্য যে গান কম্পোজ করিয়েছিলেন সেটি আর ওই ছবিতে ব্যবহার করেননি। পরে ওই সুরটি স্লামডগ মিলিয়নার-এ ব্যবহার করেন। আর অস্কারজয়ী সুরকার হিসাবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। অন্যদিকে ২০০৮- এ সেলুলয়েডে মুক্তি পায় যুবরাজ। যা বক্স অফিসে ডাহা ফেল। তবে সিনেমার গান ছিল দারুণ হিট।

এনএন/কেএসএইচ
নিউইয়র্ক সিটিতে সম্প্রতি হয়ে গেলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ‘মেট গালা’ ফ্যাশন প্রদর্শনী। ভারতীয় তারকারা এবার দ্যুতি ছড়িয়েছেন এই ইভেন্টে।
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে তামান্না ভাটিয়ার। তার চোখের চাউনি থেকে মিষ্টি হাসি দেখলে যেন চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা।
গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুবৃত্তের হামলায় আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এতো নিরাপত্তার দেয়াল ভেদ করে মাঝরাতে কীভাবে নবাব বাড়িতে হানা দিলো সেই হামলাকারি। 
ভারতীয় সিনেমা বলতে এক সময় শুধু বলিউড সিনেমাকেই ভাবা হত। তবে বদলেছে দিন, সেই সাথে বদলেছে দর্শকের রুচি। দর্শক এখন গল্পে খোঁজে নতুনত্ব, খোঁজে ব্যতিক্রমী নির্মাণ। 
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত