সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

রাজনীতি ছাড়লেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:০৮ পিএম

আকস্মিকভাবেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বিবিসির সূত্রে জানা গেছে, ফিলিপাইনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না দুতার্তে। তবে আগানী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তার মেয়ে সারা দুতার্তে কার্পিও, যিনি এখন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্বরত।

শনিবার (২ অক্টোবর) আকস্মিকভাবেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন বিতর্কিত মাদক বিরোধী অভিযান ও বিরোধীদলীয়দের ওপর নির্যাতন চালানোয় সমালোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

দুতার্তে বলেন, আমি নির্বাচনে দাঁড়ালে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তাই আজ আমি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যদিও এর আগে গত সেপ্টেম্বরেই দুতার্তে বলেছিলেন, তিনি ২০২২ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমনকি গত সেপ্টেম্বরে দুতার্তে কার্পিও বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কেননা তিনি এবং তার বাবা সম্মত হয়েছেন যে তাদের মধ্যে যে কোনো একজনই আসন্ন এ নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, গত জুনে প্রকাশিত ফিলিপাইনের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, রদ্রিগো দুতার্তে কর্তৃক পরিচালিত বিতর্কিত মাদকবিরোধী অভিযানে অন্তত ৬ হাজার ১১৭ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বেশ অনেকদিন ধরেই দুতার্তে সরকারের বিতর্কিত এসব অভিযানের সমালোচনা করে আসছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালের জুন মাস পর্যন্ত ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে অন্তত ৮ হাজার ৬০০ জনকে হত্যা করেছে সরকারী বাহিনী।


একাত্তর/এআর

রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
জার্মানিতে সীমান্ত নিয়ন্ত্রণ আরো ছয় মাস বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত