পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাঁচ দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ। ভূমিকম্পে দালান ধসের কারণে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বেলুচিস্তানের হারানি জেলার কাছে আঘাত হানে এবং এর গভীরতা ছিল মাটির ১৫ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত হয় একাধিক ছবি ও ভিডিও। ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর বেলুচিস্তানের রাজধানী কোয়েটার রাস্তায় নেমে আসেন স্থানীয়রা।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি জানিয়েছেন, সহায়তা এবং মানুষকে নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ শুরু হয়েছে।
গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে বলে জানান বেলুচ স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু।
ভূমিকম্পের কেন্দ্র হারানি অঞ্চলের কাছাকাছি হওয়ায় এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আজাদ জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প আঘাত হানলে ৩৮ জনের মৃত্যু হয় এবং আহত হন শতাধিক মানুষ।
একাত্তর/আরবিএস