আবারও উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধের আহ্বান জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি ওয়াশিংটন, এমনটাই জানিয়েছেন মার্কিন কূটনীতিক সাং কিম।
রোববার (২৪ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা সাং কিম এসব কথা বলেন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক মাসে পারমাণবিক বোমা বহনে সক্ষম সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে পুরো অঞ্চলে জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে জাপান, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরীয় বিষয়ক মার্কিন কূটনীতিক সাং কিম নির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়াকে এই ধরনের উস্কানি ও অন্যান্য অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করতে আহ্বান জানাচ্ছি আমরা।
সাং কিম ও মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানের জবাবে এখনো কোনো মন্তব্য করেনি পিয়ং ইয়াং।
তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে অভিযোগ করে আসছে উত্তর কোরিয়া।
চলতি মাসে উত্তর কোরিয়া জানায়, ওয়াশিংটন যে প্রতিক্রিয়ায় দেখিয়েছে, তাতে আলোচনা নিয়ে তাদের আন্তরিকতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে যুক্তরাষ্ট্র 'দ্বৈত অবস্থান' নিয়েছে বলেও অভিযোগ উত্তর কোরিয়ার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করছেন এরদোয়ান
পরমাণু নিরস্ত্রীকরণে ২০১৮ এবং ২০১৯ আলোচনা হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। পরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আর কোনো আলোচনা এগোয়নি।
চলতি মাসে সাবমেরিন-উৎক্ষিপ্ত ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনা সূত্র জানিয়েছে, মাত্র একমাস আগে সওল সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই উত্তর কোরিয়া এই পরীক্ষা করলো।
একাত্তর/আরবিএস