তাইওয়ান প্রণালির ভেতর দিয়ে দু'টি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রম করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (২৮ আগস্ট) ওয়াশিংটন জানিয়েছে, ইউএসএস আন্তিয়েতাম ও ইউএসএস চ্যান্সেলরসভিল আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রবেশ করে নেভিগেশনের স্বাধীনতার প্রদর্শনী করছে।
এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানায়, তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে গমনের মাধ্যমে একটি মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিকের প্রতি নিজেদের অঙ্গীকার প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র।
'এসব জাহাজ প্রণালির এমন একটি করিডরের মধ্য দিয়ে যাচ্ছে যেটি যেকোনো রাষ্ট্রের সমুদ্রসীমার বাইরে', বিবৃতিতে বলা হয়।
তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে এ ধরণের পদক্ষেপকে উসকানিমূলক আখ্যা দিয়ে আসছে বেইজিং।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের নৌবাহিনী নিয়মিত তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে।
আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত সাড়ে তিন কোটি মানুষ
মার্কিন যুদ্ধজাহাজ দু'টির অগ্রসর হওয়া মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে চীনের সেনাবাহিনী। উচ্চ সতর্কতা অবলম্বন করে যেকোনো ধরণের উসকানি মোকাবেলায় প্রস্তুত তারা।
এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দু'টি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এবং এগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তারা।
একাত্তর/এসজে