চীনেরপূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে প্রথমবারের মতো মানবদেহে 'এইচ১০এন৩'বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।৪১ বছর বয়সী একব্যক্তি এ বার্ড ফ্লুতেআক্রান্ত হয়েছেন। এ ধরনে ফ্লুতেমানুষ আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বে এটিইপ্রথম।
মঙ্গলবার(১ জুন) চীনের জাতীয়স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) বরাতে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রইটার্সের এক প্রতিবেদনে বিষয়টিজানা গেছে।
এনএইচসিএক বিবৃতিতে জানিয়েছে, ২৮ মে ওইব্যক্তির দেহে এইচ১০এন৩ এভিয়ানইনফ্লয়েঞ্জা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার সংস্পর্শেআসা অন্য ব্যক্তিদের মধ্যেএ ভাইরাস আক্রান্ত শনাক্ত হননি। তার শারীরিক অবস্থাবর্তমানে স্থিতিশীল। দ্রুত তাকে হাসপাতাল থেকেছেড়ে দেয়া হবে বলেওজানানো হয়েছে।
জাতিসংঘেরখাদ্য ও কৃষি সংস্থারআন্তঃসীমান্ত প্রাণীরোগ কেন্দ্রের আঞ্চলিক গবেষণাগার সমন্বয়ক ফিলিপ ক্লায়েস জানিয়েছেন, ভাইরাসের এই ধরনটি খুবএকটা পরিচিত নয়। ২০১৮ সালপর্যন্ত গত ৪০ বছরেভাইরাসটির মাত্র ১৬০টি আইসোলেট শনাক্ত হয়, যার বেশিরভাগইছিল এশিয়া-উত্তর আমেরিকার বন্য ও জলচরপাখিদের মধ্যে। এখন পর্যন্ত মুরগিরশরীরে ভাইরাসটি পাওয়া যায়নি।
চীনেশনাক্ত ধরনটি আগেরই ভাইরাস নাকি তাতে নতুনকোনো কিছু যোগ হয়েছেতা নিশ্চিত করতে জিনগত বিশ্লেষণজরুরি বলে মনে করেনক্লায়েস।
এটিতুলনামূলকভাবে কম মারাত্মক এবংব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি খুব কম বলেজানিয়েছে এনএইচসি। চীনের ওই ব্যক্তি ছাড়াএখন পর্যন্ত বিশ্বে আর কেউ এইচ১০এন৩ধরনটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়াযায়নি। তবে ওই ব্যক্তিকিভাবে এ ভাইরাসে আক্রান্তহলেন সে বিষয়ে নিশ্চিতকিছু জানায়নি দেশটির স্বাস্থ্য কমিশন।
উল্লেখ্য,চীনে বর্তমানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অনেকগুলো ধরন রয়েছে। বিশেষকরে যারা পোল্ট্রি খাতেকাজ করেন তারা প্রায়ইআক্রান্ত হন। তবে ২০১৬-১৭ সালে ‘এইচ৭এন৯’নামে প্রায় একই ধরনের ভাইরাসে আক্রান্তহয়ে প্রায় ৩০০ জনের মৃত্যুহয়।
একাত্তর/আরবিএস