গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে ইউরোপের একাধিক দেশে জানুয়ারি মাসের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। চলতি মাসে মহাদেশটির আট দেশে তাপমাত্রার জাতীয় রেকর্ড হয়েছে এবং আঞ্চলিক রেকর্ড হয়েছে তিনটিতে।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রোববার পারদ ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ফারেনহাইট) স্পর্শ করেছে। অন্যদিকে স্পেনের বিলবাওতে তা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা জানুয়ারির গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি।
অন্যদিকে উত্তর আমেরিকায় আরও তীব্র শীত দেখা দিয়েছে। মারাত্মক শীতে গেলো কয়েকদিনে ওই অঞ্চলে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস এবং লুইসিয়ানাতে ভারী তুষারপাত এবং হিমায়িত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷
তবে আটলান্টিকের ইউরোপীয় প্রান্তে বছরের শুরুতে আবহাওয়া অনেক জায়গায় স্বাভাবিক ছিল।
নেদারল্যান্ডস, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, ডেনমার্ক এবং বেলারুশের তাপমাত্রা জাতীয় রেকর্ড ভেঙেছে। একই পরিস্থিতি জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনেও।
১ জানুয়ারি ওয়ারশতে তাপমাত্রা আগের যেকোনো জানুয়ারি মাসের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং বেলারুশে আগের তুলনায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
সুইজারল্যান্ডে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এ অঞ্চলের উষ্ণ আবহাওয়া আল্পসজুড়ে স্কি রিসর্টগুলোকে প্রভাবিত করেছে। সেখানে স্কি করার জন্য পর্যাপ্ত তুষারের ঘাটতি দেখা দিয়েছে।
অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশে পারদ পতন এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তে মস্কোর তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এমনটাই ধারনা করা হচ্ছে।
কয়েকদিন আগেই যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং স্পেন ২০২২ সালকে তাদের উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করেছিল। যুক্তরাজ্যেও ডিসেম্বরে গড় তাপমাত্রা বেড়েছে।
মানব-প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে।
আরও পড়ুন: ৯৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ
এর ফলে শীতকালীন এবং গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ব্যাপক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টদের শঙ্কা, এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে যা অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
শিল্প যুগ (১৮০০ সাল) শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
একাত্তর/আরবিএস