হুতি-ইসরাইল উত্তেজনার মধ্যেই এবার ইরানের আলবোর্জ ডেস্ট্রয়ার বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। সংশ্লিষ্টদের ধারণা, হুতিদের সামরিক সহায়তা দিতেই ডেস্ট্রয়ারটি পাঠিয়েছে তেহরান।
ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচল নিরাপদ করার লক্ষ্যে কাজ করা ডেস্ট্রয়ারটি সোমবার লোহিত সাগরে প্রবেশ করে।
গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।
গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়।
হুতিরা এ পর্যন্ত লোহিত সাগরের বাব আল-মান্দাব পয়েন্টে প্রায় দুই ডজন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব জাহাজ হয় ইসরাইলি মালিকানাধীন অথবা ইসরাইলের জন্য পণ্য বহন করছিল।
হুতিদের হামলা ঠেকাতে ইসরাইলের পক্ষে লোহিত সাগরে একটি টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই টাস্কফোর্সের হামলায় এরইমধ্যে ইয়েমেনের ১০ জন হুতি নিহত হয়েছেন।
মার্কিন নেতৃত্বাধীন জোটের এমন তৎপরতার মধ্যে ইরানি ডেস্ট্রয়ারের উপস্থিতি লোহিত সাগরে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।