সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

ইমরানের স্ত্রী বুশরাকে বাড়ি থেকে কারাগারে পাঠালো আদালত

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:১৯ পিএম

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আর গৃহবন্দি থাকতে চান না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তাই আদালতের কাছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে অনুরোধ জানিয়েছিলেন তিনি। আদালত তার সে আবেদন মঞ্জুর করেছে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ওই একই কারাগারে ইমরান খানও বন্দি আছেন।

এর আগে তোষাখানা মামলায় গেলো জানুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে দোষীসাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে সরকারের নির্দেশে বুশরাকে কারাগারে না পাঠিয়ে ইসলামাবাদে ইমরানের হিলটপ ম্যানসনের একটি কক্ষে গৃহবন্দি করা হয়। 

ইমরান ও বুশরা।

ইসলামাবাদ হাইকোর্টের কাছে করা এক পিটিশনে বুশরা অভিযোগ করেন, গৃহবন্দি থাকা অবস্থায় কারা কর্তৃপক্ষ তার গোপনীয়তা লঙ্ঘন করছে এবং তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। 

তার আইনজীবীর আরও জানান, নিরাপত্তাকর্মী এবং কারাগার থেকে তার জন্য যে কর্মীদের পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই পুরুষ। তাই তিনি আদালতের কাছে তাকে কারাগারে স্থানান্তরের অনুরোধ করেছেন। 

যদিও কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার আদালত বুশরা বিবির আবেদন মঞ্জুর করার কিছুক্ষণ পরই তাকে কারাগারে স্থানান্তর করা হয়। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে জানিয়েছে, বুশরা বিবিকে কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি করে রাখায় সমালোচকরা বলেছিলেন, আমরা সরকারের কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছি। এ ঘটনাই সে সমালোচনা জবাব।

আরবিএস
এবার টেলিভিশনের লাইভে এসে দারুণ এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার চার দেশ চীন, নেপাল, ভারত ও পাকিস্তান। প্রবল বৃষ্টিতে চীন ও নেপাল সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮ জন নিহত এবং ২০ জন নিখোঁজ হয়েছেন।
পাকিস্তানের পাঞ্জাবে অবৈধভাবে পোষা প্রাণী হিসেবে রাখা ১৮টি সিংহ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক সিংহের আক্রমণে এক নারী এবং দুই শিশুকে আক্রমণ করার...
গত মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিনের মিত্র চীনের সক্রিয় সমর্থন পেয়েছে বলে নয়াদিল্লির অভিযোগ সোমবার প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছর বয়সী শিশু কন্যা হাজেরা খাতুন হত্যাকাণ্ডে জড়িত সৎমা মোছা. রুবি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।  
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে সংস্কার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত