নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আর গৃহবন্দি থাকতে চান না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তাই আদালতের কাছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে অনুরোধ জানিয়েছিলেন তিনি। আদালত তার সে আবেদন মঞ্জুর করেছে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ওই একই কারাগারে ইমরান খানও বন্দি আছেন।
এর আগে তোষাখানা মামলায় গেলো জানুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে দোষীসাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে সরকারের নির্দেশে বুশরাকে কারাগারে না পাঠিয়ে ইসলামাবাদে ইমরানের হিলটপ ম্যানসনের একটি কক্ষে গৃহবন্দি করা হয়।
ইসলামাবাদ হাইকোর্টের কাছে করা এক পিটিশনে বুশরা অভিযোগ করেন, গৃহবন্দি থাকা অবস্থায় কারা কর্তৃপক্ষ তার গোপনীয়তা লঙ্ঘন করছে এবং তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে।
তার আইনজীবীর আরও জানান, নিরাপত্তাকর্মী এবং কারাগার থেকে তার জন্য যে কর্মীদের পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই পুরুষ। তাই তিনি আদালতের কাছে তাকে কারাগারে স্থানান্তরের অনুরোধ করেছেন।
যদিও কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার আদালত বুশরা বিবির আবেদন মঞ্জুর করার কিছুক্ষণ পরই তাকে কারাগারে স্থানান্তর করা হয়।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে জানিয়েছে, বুশরা বিবিকে কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি করে রাখায় সমালোচকরা বলেছিলেন, আমরা সরকারের কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছি। এ ঘটনাই সে সমালোচনা জবাব।