সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

চিকিৎসক হত্যার বিচার দাবি মমতার, মুখে বাংলাদেশ প্রসঙ্গও

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০১:২১ এএম

কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

শুক্রবার বিকেলে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রায় অংশ নেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন- রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সংসদ সদস্য মহুয়া মৈত্র, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দি রায়, দোলা সেন, বিধায়ক অদিতি মুন্সি প্রমুখ। 

পরে এক সংক্ষিপ্ত সভায় মমতা বলেন, শনিবার সব ব্লকে ব্লকে দোষীদের ফাঁসির দাবিতে এবং ‘রাম-বাম’ এর চক্রান্তের বিরুদ্ধে মিছিল করবেন। আমরা চাই সত্য উদঘাটিত হোক। কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ভুয়া ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে। সত্যটাকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যি নয়। কেউ কেউ পয়সা কামানোর জন্য ডিজিটাল প্লাটফর্মে কনটেন্ট  তৈরি করেছে, সেগুলো পলিটিক্যাল পার্টি স্পনসর্ড। 

আরজিকরের ঘটনা নিয়ে মমতা বলেন, এটা বাংলার কেউ সমর্থন করে না। আমরা প্রথম দিন থেকে বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যাতে আর কেউ কোনদিন এই কাজ করতে সাহস না পায়। সেটা ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এবং এই তদন্তের অগ্রগতিতে রাজ্য পুলিশ সমস্তভাবে সিবিআইকে সাহায্য করবে। 

এসময় বাংলাদেশের প্রসঙ্গ টেনে মমতা বলেন,  বিজেপি কী ভাবছে? বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এতো ছাত্র মারা গেলো। বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না আমি, বলিও না। এটা দেশের ব্যাপার দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করবো আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। 

প্রতিবেশী রাষ্ট্রের অচল অবস্থার জন্য ঘুরিয়ে মোদী সরকারকেই নিশানা করে মুখ্যমন্ত্রী এও বলেন, ‘লজ্জা করে না? মাত্র সাত দিনের মধ্যে পাল্টি খেয়ে গেলেন! প্রতিবেশী রাষ্ট্রগুলো কেন বলবে যে ভারত যেন আমাদের কাজে হস্তক্ষেপ না করে। এর আগে কোনো দিনই এমনটা হয়নি। এই প্রথম আপনাদের আমলে... চ্যারিটি বিগেন্স অ্যাট হোম'। আয়নায় আগে নিজেদের মুখ দেখুন।’ 

এদিকে একই দিন আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপিও আলাদা করে রাজ্যজুড়ে প্রতিবাদে নামে। অন্যদিকে গোটা রাজ্যে আধাবেলা হরতালের ডাক দিয়েছিল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। যদিও সেই হরতালের তেমন কোনো প্রভাবই পড়েনি। 

এদিকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 

গত ৯ আগস্ট এই হাসপাতালেরই পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশেষে ঘটনার তিন দিন পর অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে সকালে পদত্যাগের পর বিকেলে তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে নিয়োগ দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর তারপর থেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজেও শুরু হয় বিক্ষোভ। 

শুক্রবার ডা. সন্দীপ ঘোষকে আটক করে সিবিআইয়ের আঞ্চলিক দপ্তর কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চলছে টানা জিজ্ঞাসাবাদ।

কলকাতা পুলিশ ও গণমাধ্যমের খবরে জানা যায়, গত বৃহস্পতিবার রাতের ট্রেইনি হিসেবে দায়িত্বে ছিলেন ওই পোস্টগ্র্যাজুয়েট ছাত্রী। দিবাগত রাত দুইটায় বাইরে থেকে খাবার এনে নৈশভোজ সারেন আরও দুই বন্ধুর সঙ্গে। এরপর তিনি জরুরি বিভাগ ভবনের চারতলার একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন শুক্রবার সকাল আটটা নাগাদ তাঁর নিথর দেহ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ওই ছাত্রীর বাড়িতে ফোনে খবর দিয়ে জানিয়ে দেয়, তিনি আত্মহত্যা করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন হাসপাতালের জুনিয়র-সিনিয়র চিকিৎসকেরা। তাঁরা অর্ধনগ্ন মরদেহ দেখে অভিযোগ করেন, তাঁকে হত্যা করা হয়েছে। শুরু হয় চিকিৎসকদের আন্দোলন।

চিকিৎসকেরা দাবি তোলেন, ওই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ ময়নাতদন্ত, হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে বাড়ি ওই ছাত্রীর। মা–বাবার একমাত্র সন্তান ওই চিকিৎসক। তিনি এমবিবিএস পাস করার পর আর জি কর মেডিক্যাল কলেজে চেস্ট মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন। ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

একাত্তর/এসি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্যার জন্য এবার নেপালকে দোষারোপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালের কৌশী নদীর বাঁধ থেকে নেপাল অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায়...
কেন্দ্রীয় সরকারের দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) অপরিকল্পিত ভাবে পানি ছাড়ার কারণেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির (এপিপি) অতিশী মারলেনার নাম প্রস্তাব করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে...
প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠকে জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত