পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
রোববার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেলুচিস্তান সরকারের এক মুখপাত্র।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রাস্তায় একটি মোটরসাইকেলে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে কাছেই থাকা একটি পুলিশ ভ্যানে অবস্থানরত দুই পুলিশ নিহত হন। বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে গুড়ো হয়ে গেছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: তিনদিনে তিন প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান
এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে, বেলুচিস্তান হয়ে চীনের শিনজিয়াং প্রদেশের সাথে ওমান উপকূলকে যুক্ত করার জন্য বেইজিং যে বিনিয়োগের পরিকল্পনা করছে, তার প্রতিক্রিয়ায় বিদ্রোহী দলগুলোর মধ্যে কেউ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দায়ী ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সরকারি ওই মুখপাত্র।