সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

মার্কিন হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহতের দাবি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ এ দাবি জানিয়েছেন।

সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, এটি কোনো দায়সারা হামলা ছিলো না। এটা ছিলো অপ্রতিরোধ্য এবং ব্যাপক আকারের একটি হামলা। তাই এতে বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

ওয়াল্টজ বলেন, এবারের হামলা অনেক বেশি সুনির্দিষ্ট, কারণ হুথিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের দিকেও তাদের মনোযোগ রয়েছে। এদিকে, এর কয়েকদিন আগেই ট্রাম্প হুথিদের সতর্কবার্তা দিয়ে বলেন, যদি তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা বন্ধ না করে, তাহলে তাদের ওপর ‘নরক নেমে আসবে’।

২০২৩ সালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় অভিযান শুরুর পর থেকে গাজার জনগণ এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি।

সম্প্রতি মার্কিন একটি বাণিজ্য জাহাজে হামলার পর শনিবার ইয়েমেনে হুথিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন এবং আহত হয়েছেন আরও ৯৮ জন। ওয়াল্টজের দাবি, নিহতদের মধ্যে কয়েকজন কমান্ডারও রয়েছেন।



হুথিদের লক্ষ্য করে হামলা অবশ্য এই প্রথম নয়। এর আগেও হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সে সময় ক্ষমতায় ছিলেন ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবারের হামলা আগেকার হামলাগুলোর থেকে ভিন্ন দাবি করে এবিসি নিউজকে ওয়াল্টজ বলেন, এবারের হামলা অনেক বেশি সুনির্দিষ্ট, কারণ হুথিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের দিকেও আমাদের মনোযোগ রয়েছে।

শনিবারের হামলার পর হুথিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইয়েমেনে আক্রমণ চালাবে ততদিন তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যস্থল করবে। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও তৎপরতা বৃদ্ধি করবো।

এর প্রতিক্রিয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ টকশোতে বলেন, ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত, যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণ চালিয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে এই হামলার পরিসর আরও বাড়বে।

এআরএস
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভে অংশ নিয়েছে।
হুথি নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই ঠিক করবে মনে করে যুক্তরাষ্ট্র। নির্বাচন ও গণতন্ত্র গুরুত্বপূর্ণ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন,  বাংলাদেশ বর্তমানে নানা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ‘বাতিল’ করতে হবে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত