যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড উপকূলে আঘাত হেনেছে হ্যারিকেন হেনরি। ঘূর্ণিঝড়টি প্রায় ৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে। গত রোববার দুপুরে রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগড়ি ১ মাত্রার ঘূর্ণিঝড় হেনরি।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় প্রায় ১২ টার দিকে রোড আইল্যান্ড এলাকায় আঘাত হানে হেনরি।
সংস্থাটি জানায়, এই ঘূর্ণিঝড়ের কারণে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। ব্রিজ ও রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। এছাড়াও, নিউইয়র্ক বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত ও কিছু এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কা আগেই থেকেই করা হয়েছিলো। এর মধ্যে কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটসসহ প্রায় সবাইকে সতর্কও করা হয়েছিলো। ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।
এই ঘূর্ণিঝড়ের কারণে অঙ্গরাজ্য টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে, পশ্চিমের ওয়েভারলি শহরে এবং আশেপাশে প্রায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এই দুর্যোগে যেকোন সহায়তা দিতে প্রস্তুত আছেন কর্মকর্তারা। এছাড়াও, রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং নিউইয়র্ক রাজ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে যা এই ঘূর্ণিঝড় হেনরিকে মোকাবিলা করতে পারবে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেনরি’র কারণে গত শুক্রবারই সতর্কতা জারি করা হয়েছিলো। আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রবিবার (২২ আগস্ট) আঘাত হানতে পারে বলে আগেই জানিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।
এদিকে গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত একটি কনসার্টও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ঘূর্ণিঝড় হেনরির কারণে।
একাত্তর/ এনএ