সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

ইসরাইলে ইরানের হামলায় নিহত আট, নিখোঁজ ৩৫, আহত বহু

আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:২৯ এএম

ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

ইসরাইলের পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চার জন নিহত হয়েছেন। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে চার জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিলো।

বিবিসির খবরে বলা হয়, শনিবার (১৪ জুন) স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান প্রথম দফায় মিসাইল হামলা শুরু করে। দ্বিতীয় দফায় রোববার ভোরে তেল আভিভে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়া হয় যে ইসরাইলের বিরুদ্ধে ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ড্রোন ও একশোর বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইরানের কয়েকটি শহরে।

ওই খবরে জানানো হয়েছে এই পর্যায়ে মূল লক্ষ্য তেল আভিভ ও হাইফা শহর।

অন্যদিকে ইসরাইলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানের একটি পরমাণু কেন্দ্র ছাড়াও শাহরান তেল ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাসফিল্ডে ইসরাইলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

আহতদের বিষয়ে টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ইসরাইলের হলন শহরে অবস্থিত হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে ভর্তি করা হয়েছে। পাঁচ জনের অবস্থা গুরুতর, সাত জনের অবস্থা মাঝারি এবং বাকিদের অবস্থা হালকা।

বেয়ার ইয়াকভের শামির মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ২৮ জনকে চিকিৎসা দিচ্ছে। এক জনের অবস্থা গুরুতর, এক জনের অবস্থা মাঝারি এবং ২০ জন হালকা আহত।

তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচ জনের চিকিৎসা চলছে - এক জনের অবস্থা গুরুতর এবং চার জনের অবস্থা মাঝারি।

একাত্তর/আরএ
ইরান ও ইসরাইলের যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক কেমন তা নিয়ে চলছে আলোচনা। ইরান ও ইসরাইলের মাঝে গত জুনে ১২ দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব...
ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)’র সঙ্গে তাদের সহযোগিতা ‘নতুন রূপে’ চালু হবে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
হোয়াইট হাউজে দুই দফা বৈঠকের পর মুখ খুললেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা করেন, হামাসের সঙ্গে জিম্মি মুক্তির একটি চুক্তি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। 
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি- এমনটাই মনে করছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নারীরা। মতামত ও মেধার মূল্যায়ন না দিয়ে নারীদের প্রতীকী করে রাখা হয়েছে বলেও...
দেশের ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত