ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
ইসরাইলের পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চার জন নিহত হয়েছেন। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে চার জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিলো।
বিবিসির খবরে বলা হয়, শনিবার (১৪ জুন) স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান প্রথম দফায় মিসাইল হামলা শুরু করে। দ্বিতীয় দফায় রোববার ভোরে তেল আভিভে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়া হয় যে ইসরাইলের বিরুদ্ধে ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ড্রোন ও একশোর বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইরানের কয়েকটি শহরে।
ওই খবরে জানানো হয়েছে এই পর্যায়ে মূল লক্ষ্য তেল আভিভ ও হাইফা শহর।
অন্যদিকে ইসরাইলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানের একটি পরমাণু কেন্দ্র ছাড়াও শাহরান তেল ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাসফিল্ডে ইসরাইলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
আহতদের বিষয়ে টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ইসরাইলের হলন শহরে অবস্থিত হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে ভর্তি করা হয়েছে। পাঁচ জনের অবস্থা গুরুতর, সাত জনের অবস্থা মাঝারি এবং বাকিদের অবস্থা হালকা।
বেয়ার ইয়াকভের শামির মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ২৮ জনকে চিকিৎসা দিচ্ছে। এক জনের অবস্থা গুরুতর, এক জনের অবস্থা মাঝারি এবং ২০ জন হালকা আহত।
তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচ জনের চিকিৎসা চলছে - এক জনের অবস্থা গুরুতর এবং চার জনের অবস্থা মাঝারি।