যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কানাডায় জি সেভেন সম্মেলনে ট্রাম্প ওই মন্তব্য করেন।
আর তারপরই ইরান আর ইসরাইলের মধ্যে পঞ্চম দিনের মত যখন হামলা-পাল্টা হামলা চলছে। এ অবস্থায় সংঘাত ছাপিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওই বার্তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মন্তব্য করেন যে সবার অতিসত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একইসাথে তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।