ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় 'লুকিয়ে আছেন' যুক্তরাষ্ট্র জানে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবো না, অন্তত আপাতত নয়।
মঙ্গলবার (১৭ জুন) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাপে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। তিনি এমন সময় এসব পোস্ট দিলেন যখন ইরান-ইসরাইলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে।
ট্রাম্প বলেন, তিনি (আয়াতুল্লাহ আলী খামেনি) একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) করবো না, অন্তত আপাতত নয়।
তিনি আরও বলেন, কিন্তু আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না।
আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “নিঃশর্ত আত্মসমর্পণ!” তবে ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে তেহরানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। তবে বিবৃতিতে "আমরা" বলে কাদের কথা উল্লেখ করছে তা স্পষ্ট নয়।