ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করলেও এখনও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অনিয়মিত রণকৌশল প্রয়োগের ফলে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরাইল।
ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর তেলআবিবের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে, সংঘাতে ইরান এখন পর্যন্ত কাদর ও এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি। এই দুই ক্ষেপণাস্ত্র একই পরিবারের। উভয়ের পাল্লা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার, এবং এরা প্রায় ৭৫০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। তবে পুরোটা বিস্ফোরক নয়।
ধারণা করা হয় এমাদ ক্ষেপণাস্ত্র কাদরের তুলনায় বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এর আগে, ২০২৩ সালে 'ট্রু প্রমিস' অভিযানের সময় এই ক্ষেপণাস্ত্র দু'টি ব্যবহার করা হয়েছিলো।
এদিকে, খাইবার শেকান হচ্ছে ইরানের একটি নতুন প্রজন্মের সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র। এর পাল্লা তুলনামূলক কম, প্রায় এক হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার। ফলে এটি কেবল ইরানের পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে ইসরাইলে পৌঁছাতে পারে। এর ওয়ারহেড ৫০০ থেকে ৬০০ কেজি হলেও, সলিড-প্রোপালশন ব্যবস্থার কারণে এর গতি ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম।
সংঘাতে ইরান এখনও শহীদ হাজ কাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, যার নামকরণ করা হয়েছে কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির নামে। এটি একটি সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের পক্ষ থেকে একে হাইপারসনিক বলা হয়। কারণ এর গতিবেগ শব্দের গতির পাঁচগুণ। তবে, বিশ্লেষকরা বলছেন, ১৫ জুন ইরান সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাইলের বাত ইয়াম ও রেহোভট শহরের দিকে একটি হামলা চালিয়েছে।
সবচেয়ে অবাক করার বিষয় হলো-ইরান এখনো এই যুদ্ধে ইসরাইলি সংবাদমাধ্যমের ভাষায় 'ডুমসডে অস্ত্র' হিসেবে পরিচিত খোররামশাহর ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেনি। এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত। এর ওয়ারহেড বহনক্ষমতা ১ হাজার ৮০০ কেজি পর্যন্ত। ২০১৭ সালে এটি উন্মোচন করা হলেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেখা যায়নি।