সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

ইরানের ক্ষেপণাস্ত্রে বেদিশা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা

আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করলেও এখনও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অনিয়মিত রণকৌশল প্রয়োগের ফলে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরাইল। 

ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর তেলআবিবের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে, সংঘাতে ইরান এখন  পর্যন্ত কাদর ও এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি। এই দুই ক্ষেপণাস্ত্র একই পরিবারের। উভয়ের পাল্লা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার, এবং এরা প্রায় ৭৫০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। তবে পুরোটা বিস্ফোরক নয়। 

ধারণা করা হয় এমাদ ক্ষেপণাস্ত্র কাদরের তুলনায় বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এর আগে, ২০২৩ সালে 'ট্রু প্রমিস' অভিযানের সময় এই ক্ষেপণাস্ত্র দু'টি ব্যবহার করা হয়েছিলো।

এদিকে, খাইবার শেকান হচ্ছে ইরানের একটি নতুন প্রজন্মের সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র। এর পাল্লা তুলনামূলক কম, প্রায় এক হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার। ফলে এটি কেবল ইরানের পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে ইসরাইলে পৌঁছাতে পারে। এর ওয়ারহেড ৫০০ থেকে ৬০০ কেজি হলেও, সলিড-প্রোপালশন ব্যবস্থার কারণে এর গতি ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম।

সংঘাতে ইরান এখনও শহীদ হাজ কাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, যার নামকরণ করা হয়েছে কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির নামে। এটি একটি সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের পক্ষ থেকে একে হাইপারসনিক বলা হয়। কারণ এর গতিবেগ শব্দের গতির পাঁচগুণ। তবে, বিশ্লেষকরা বলছেন, ১৫ জুন ইরান সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাইলের বাত ইয়াম ও রেহোভট শহরের দিকে একটি হামলা চালিয়েছে।

সবচেয়ে অবাক করার বিষয় হলো-ইরান এখনো এই যুদ্ধে ইসরাইলি সংবাদমাধ্যমের ভাষায় 'ডুমসডে অস্ত্র' হিসেবে পরিচিত খোররামশাহর ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেনি। এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত। এর ওয়ারহেড বহনক্ষমতা ১ হাজার ৮০০ কেজি পর্যন্ত। ২০১৭ সালে এটি উন্মোচন করা হলেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেখা যায়নি।

এআরএস
ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)’র সঙ্গে তাদের সহযোগিতা ‘নতুন রূপে’ চালু হবে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
হোয়াইট হাউজে দুই দফা বৈঠকের পর মুখ খুললেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা করেন, হামাসের সঙ্গে জিম্মি মুক্তির একটি চুক্তি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। 
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত