সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের হামলা

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:০৩ পিএম

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরাইল নিশ্চিত করেছে তারা ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শহরটিতে আঘাত করেছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির কোন বিবরণ দেয়নি। 

বুশেহরে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত এবং বন্দর শহরটি পারস্য উপসাগরীয় সাগরের আশেপাশে অবস্থিত উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি রাজধানী শহরের কাছাকাছি অবস্থিত। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা উল্লেখ করেনি।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুশেহরে হামলা চালিয়েছে এবং ইস্পাহান, আহভাজ ও বুশেহর শহরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে, তারা প্রথমবার ইয়াজদের একটি কৌশলগত স্থানে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। 

আল-জাজিরা ও বিবিসি জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

এর আগে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা আইএইএ শনিবার সতর্ক করে বলে, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে ‘বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা’ ছড়িয়ে পড়তে পারে। তবে নেই সতর্কতা উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি বিমানগুলো রোববার ইরানের ওপর কয়েক ডজন হামলা চালিয়েছে, যেখানে ইস্পাহান, বুশেহর, আহভাজ এবং ইয়াজদের সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। প্রায় ৬৫টি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ। 

একাত্তর/এসি
হোয়াইট হাউজে দুই দফা বৈঠকের পর মুখ খুললেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা করেন, হামাসের সঙ্গে জিম্মি মুক্তির একটি চুক্তি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। 
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
গেলো জুন মাসে ১২ দিনের সামরিক সংঘাত চলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিলো ইসরাইল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই এম দাবি করেছেন।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত