সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

আফগান টিভি সঞ্চালককে ঘিরে সশস্ত্র তালেবান!

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৯:২৩ পিএম

পিলে চমকানো দৃশ্যপট। টেলিভিশনের নিউজরুমে খবর পড়ছেন এক সঞ্চালক। তার পেছনে দাঁড়িয়ে আছেন সশস্ত্র দুই তালেবান যোদ্ধা। এদের মধ্যে একজন আবার বন্দুকের নল দিয়ে খোঁচাও দিচ্ছেন সঞ্চালককে। এমন এক ভিডিও এখন ভাইরাল।

মাসিহ আলিনিজাদ নামের এক আফগান নারী নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘এটি পরাবস্তাব এক ঘটনা। পরিস্কার বোঝা যাচ্ছে আতঙ্কিত টিভি সঞ্চালকের পেছনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে দুই তালেবান জঙ্গি। সঞ্চালককে তারা বলতে বাধ্য করছে ইসলামিক আমিরাতে আফগান নাগরিকদের ভয়ের কিছু নেই। লাখো মানুষের মনে ভয়ের কারণ হয়ে আছে তালেবান। এটি তারই একটি প্রমাণ মাত্র’।


শুধু আলিনিজাদই নয়, দেশটিতে কর্মরত আরো সাংবাদকর্মীও একই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। বিবিসি’র সাংবাদিক ইয়ালদা হাকিমও একই ভিডিও নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন আফগানিস্তানে এই মুহূর্তের রাজনৈতিক বিতর্কের একটি দৃশ্যপট মাত্র।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র হাতে স্টুডিওতে হাজির তালেবান। তারপর সঞ্চালকের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তাঁর পিঠে অস্ত্র তাক করে খবর পড়াচ্ছে। নির্দেশ, দেশবাসীকে বলতে হবে যে তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। 

অনেক কিংকর্তব্যবিমূঢ় আফগান সঞ্চালক হড়হড় করে পড়ে গেলেন, যেমনটা চেয়েছে পেছনে দাঁড়িয়ে থাকা তালেবান যোদ্ধারা। কথায় বলে প্রাণের মায়া বড় মায়া। তাই গান পয়েন্টে বসে কাঁপা গলায় সেই বার্তায় পৌঁছে দিলেন দেশবাসীর কাছে। 

অথচ, তালেবান ক্ষমতা দখলের পর প্রথম সংবাদ সম্মেলনেই ঘোষণা দেয়, দেশের সংবাদমাধ্যম হবে স্বাধীন। কিন্তু একের পর নারী সাংবাদিককে চাকরি থেকে বের করে দেয়া, বিদ্রোহী সংবাদ কর্মীদের ধরপাকড়, হুমকিসহ নানা ঘটনায় এখন উল্টো আতঙ্কিত আফগান নাগরিকরা।  

image


একাত্তর/এআর

নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
লেবাননজুড়ে একযোগে ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণ ও চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
তালেবান শাসিত আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানেও নিষিদ্ধ হতে যাচ্ছে হিজাব। দেশটির সর্বোচ্চ আইনসভায় এ সংক্রান্ত একটি আইনও পাস হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের মসনদে আবারও দখলের পর কট্টর ইসলামপন্থি তালেবান সরকার নারী সমাজকে দমনের জন্য একের পর এক কঠিন নিয়ম ও আইন করছে। তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে পাথর ছুড়ে...
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত