পিলে চমকানো দৃশ্যপট। টেলিভিশনের নিউজরুমে খবর পড়ছেন এক সঞ্চালক। তার পেছনে দাঁড়িয়ে আছেন সশস্ত্র দুই তালেবান যোদ্ধা। এদের মধ্যে একজন আবার বন্দুকের নল দিয়ে খোঁচাও দিচ্ছেন সঞ্চালককে। এমন এক ভিডিও এখন ভাইরাল।
মাসিহ আলিনিজাদ নামের এক আফগান নারী নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘এটি পরাবস্তাব এক ঘটনা। পরিস্কার বোঝা যাচ্ছে আতঙ্কিত টিভি সঞ্চালকের পেছনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে দুই তালেবান জঙ্গি। সঞ্চালককে তারা বলতে বাধ্য করছে ইসলামিক আমিরাতে আফগান নাগরিকদের ভয়ের কিছু নেই। লাখো মানুষের মনে ভয়ের কারণ হয়ে আছে তালেবান। এটি তারই একটি প্রমাণ মাত্র’।
শুধু আলিনিজাদই নয়, দেশটিতে কর্মরত আরো সাংবাদকর্মীও একই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। বিবিসি’র সাংবাদিক ইয়ালদা হাকিমও একই ভিডিও নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন আফগানিস্তানে এই মুহূর্তের রাজনৈতিক বিতর্কের একটি দৃশ্যপট মাত্র।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র হাতে স্টুডিওতে হাজির তালেবান। তারপর সঞ্চালকের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তাঁর পিঠে অস্ত্র তাক করে খবর পড়াচ্ছে। নির্দেশ, দেশবাসীকে বলতে হবে যে তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই।
অনেক কিংকর্তব্যবিমূঢ় আফগান সঞ্চালক হড়হড় করে পড়ে গেলেন, যেমনটা চেয়েছে পেছনে দাঁড়িয়ে থাকা তালেবান যোদ্ধারা। কথায় বলে প্রাণের মায়া বড় মায়া। তাই গান পয়েন্টে বসে কাঁপা গলায় সেই বার্তায় পৌঁছে দিলেন দেশবাসীর কাছে।
অথচ, তালেবান ক্ষমতা দখলের পর প্রথম সংবাদ সম্মেলনেই ঘোষণা দেয়, দেশের সংবাদমাধ্যম হবে স্বাধীন। কিন্তু একের পর নারী সাংবাদিককে চাকরি থেকে বের করে দেয়া, বিদ্রোহী সংবাদ কর্মীদের ধরপাকড়, হুমকিসহ নানা ঘটনায় এখন উল্টো আতঙ্কিত আফগান নাগরিকরা।
একাত্তর/এআর