দেশে সাম্প্রদায়িক হামলার সাথে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুই একদিনের মধ্যেই তাদের নাম পরিচয় প্রকাশ্যে আনা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে, সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইন্ধনদাতাদের নাম জানিয়েছে। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা সেসব নাম জানিয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই: ফখরুল
তিনি আরো বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করবো। সেখানে বিএনপি-জামায়াত আছে কি না সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়েই জানাতে চাই। গ্রেপ্তারদের জবানবন্দি নেয়া হচ্ছে, শিগগির ইন্ধনদাতাদের নাম জানানো হবে’।
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই যার যার ধর্ম পালন করে আসছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারপরও পূজামণ্ডপে সহিংসতা হচ্ছে। পূজামণ্ডপে কে বা কারা কোরআন শরিফ রেখে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে’।
তিনি জানান, কুমিল্লার ঘটনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পুলিশের সব ধরনের টিম সেখানে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানেই পরিস্কার দেখা গেছে কিভাবে কোরআন পাওয়া গেছে এবং তারপর সেটি মণ্ডপে রেখে আসা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই সহিংসতা সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য করেছে একটি মহল। এই ঘটনায় গ্রেফতারদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে, এতে অনেকের নাম জানা গেছে। খুব শিগগির কারা এসব ঘটিয়েছে তা উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি সব সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। পুলিশ বাধা দিলেই বিএনপি বিশৃঙ্খলা ঘটায়। সরকার কোন বিশৃঙ্খলা মেনে নিবে না।
একাত্তর/এআর