সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

দুর্নীতির খবরের জন্য ধন্যবাদ দিলেন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:৩৪ পিএম

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একইসঙ্গে দুর্নীতির খবরের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, দুর্নীতি কয়েকজন হাতে গোনা কর্মকর্তা করে, সবাই করে না। সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করে না। কোন জায়গায় দুর্নীতি প্রমাণ হয়েছে, কিন্তু ছেড়ে দেয়া হয়েছে এর কোন ঘটনা দেখাতে পারলে ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি পুলিশ, রাজস্ব কর্মকর্তাসহ সরকারের উচ্চপদস্থ বেশি কিছু কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। এসব খর প্রকাশ হওয়ার দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পদি জব্দসহ অনুসন্ধান শুরু করেছে। বিদেশযাত্রা নিষেধাজ্ঞাও এসেছে কিছু কর্মকর্তার বিরুদ্ধে। জাতীয় সংসদে এ নিয়ে আলোচনাও করেছেন সরকারি, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা।

মাহবুব হোসেন বলেন, অপরাধে জড়িত কেউ ছাড় পাবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ বের হচ্ছে তা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি তাদের। তবে এর বাইরেও অনেক কর্মকর্তাকে দুর্নীতির জন্য সাজা পেতে হয়, সেটা গণমাধ্যমে আমরা দেই না। তাই সবাই জানে না এর বিষয়ে।

তিনি এসময় আরও জানান, সরকারি প্রকল্প খরচ করে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া শতকরা ৯০ ভাগ বন্ধ হয়েছে।

এসময় সচিব বলেন, সবাইকে যত্ন, নজরদারি ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

কেএসএইচ
দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগে সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি এবার শিক্ষাখাতের দুর্নীতি। বিগত সরকারের আমলে পিছিয়ে ছিলো না শিক্ষাখাতের দুর্নীতিও। এসব অভিযোগ আমলে নিয়ে এবার মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ দুর্নীতি মামলার পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করছে দুর্নীতি দমন কমিশন...
দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুর্নীতি দমন কমিশন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৯৪ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত