সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম এম ইমরুল কায়েস জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন বলে তিনি জানান।
তিনি বলেন, বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরা অঙ্গীকার ব্যক্ত করেন।
গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যরা।
আরও আমন্ত্রিত ছিলেন, লেদার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), নর্দান ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্যরা।
এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন, শিক্ষাবিদ ড. আরেফিন সিদ্দিকী, ড. আজাদ চৌধুরী, ড. আক্তারুজ্জামান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
যেসব কলেজের অধ্যক্ষ বৈঠকে আমন্ত্রিত ছিলেন সেই কলেজগুলো হলো, সিটি কলেজ, উত্তরা মডেল কলেজ, আদমজী কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল, বদরুন্নেসাসহ কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, কবি কাজী নজরুল কলেজ, বাংলা কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, নিউ মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট জোসেফ কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সরোয়ার্দী মেডিক্যাল কলেজ এবং শ্যামলী টেকনিক্যাল।