এক ব্যক্তিকে অপহরণ করে ৪৭ দিন ধরে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া উইংয়ের সাবেক কর্মকর্তা রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ১৮ জুন তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সাভারে ছয় লাশ পোড়ানোর মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই তিন কর্মকর্তা ট্রাইব্যুনালে দায়ের করা অপর মামলায় গ্রেপ্তার রয়েছেন।
তিন পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এদিকে চট্টগ্রামে জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানো অস্ত্রধারী যুবলীগ ক্যাডার তৌহিদুল ইসলামের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আলাদা আলাদা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছে।