সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

দেশের আট জেলায় বজ্রপাতে ১৫ জন নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজন এবং কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম ও মিঠামইনে তিনজন মারা গেছেন। এসব জায়গায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

কুমিল্লা

সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার মুরাদনগরের কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক কৃষক নাজির। 

একই সময় খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুড়ি উড়াচ্ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে তিনজন মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কিশোরগঞ্জ

এদিকে হাওরে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জের হালালপুর গ্রামে ইন্দ্রজিৎ দাস নামে একজন মারা গেছেন। এছাড়া রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম এবং খয়েরপুর হাওরে মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া নামে এক যুবক মারা গেছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের বুড়িগাঙ্গাল হাওরে সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জমি থেকে খড় আনতে  গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বিশাখা সরকার। 

নেত্রকোনা

নেত্রকোণার মদনে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে রোববার রাতে বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

চাঁদপুর

কালবৈশাখি ঝড়ে চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে বিশকা রানী সরকার  (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের নাহারে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিশকা রানী নাহারা গ্রামের পূর্বপাড়া মন্দির ওয়ালা বাড়ির হরিপদ সরকারের স্ত্রী।

শরীয়তপুর

এদিকে শরীয়তপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা কৃষক ছোরহাব বেপারীর স্ত্রী। 

নিহতের পরিবার জানায়, দুপুরে তিনি ও তার স্বামী গরুর জন্য ঘাস আনতে বিলে যান। ফেরার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেখানে শেফালী আহত হন। স্বামী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর

সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে জমিতে কাজ করার সময়ে বজ্রপাতে এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে। 

নিহতের নাম কাজল বাড়ৈ। তিনি গ্রামের জ্ঞান চন্দ্র বাড়ৈর ছেলে। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ হোসেন খান জানান, জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে কাজল আহত হয়। মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধারের পর পরিবারে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল

এদিকে বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমিন খানম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শারমিন খানমের বাবার নাম মৃত আবু হাওলাদার এবং স্বামীর নাম শাহিন হোসেন।

পরিবার জানায়, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরুর সময় হলে শারমিন বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় আকষ্মিক বজ্রপাতের শিকার হন তিনি। তাকে পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এআরএস
কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। 
ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদসহ (জয়) ১২৪ জনের নামে মামলা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ, নাটোর ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ...
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত