ঐকমত্য কমিশন দুই একদিনের মধ্যেই প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যেতে পারবে বলে জানিয়েছেন কমিশনটির সহসভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (১৮ মে) সকালে এলডি হলে জামায়াতে ইসলামীর সাথে দ্বিতীয় দিনের আলোচনার শুরুতে এক কথা জানান তিনি।
এসময় আলী রীয়াজ বলেন, প্রতিটি দলের সাথে আলোচনা করে একটি ঐক্য পৌঁছে জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসময় বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে সরকারকে এসব কঠোরভাবে মোকাবিলার পরামর্শও দিয়েছে দলটি। সেজন্য জামায়াত সরকারের পাশে থাকবে বলেও জানান তিনি।
ঐকমত্য তৈরিতে খুব বেশি দেরি না করার পরামর্শ দিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহবান জানান তাহের।