ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলোর মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না। অনেক সময় কম ট্রেনিং পাওয়া ড্রাইভার দিয়ে এই সময় গাড়ি চালানো হয়। সেটি নিষেধ করা হয়েছে। চালকদের যেন যথাযথ বিশ্রাম দেয়া হয় সেটিও বলা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ যাত্রা নিয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছিলো। গতবার ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিলো, এবারও যেন তেমন হয় সেটার ওপর জোর দিয়েছি। যাওয়া-আসার সময় যেন নির্ধারিত ভাড়া নেয়া হয়। মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছেন। তারা মানবেন বলেছেন। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত ওঠে। বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে তিন জন লোক থাকবে। তাদের কাছে প্রশাসনের নম্বর থাকবে। ঝামেলায় পড়লে মালিক এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে।
এছাড়া ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে বলেও জানান তিনি।
এবার ঈদে লম্বা ছুটি। রাজধানীসহ অন্যান্য শহর নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যায় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সে বিষয়ে পুরো সজাগ আছি। সবাইকে আশ্বস্ত করতে পারেন, তারা যেখানেই যাক সবকিছু ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুধু জরুরি ছুটি দেয়া হবে।