সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

প্রচন্ড তাপদাহে পুড়ছে উত্তরাঞ্চল, গরমে নাজেহাল মানুষ

আপডেট : ১২ জুন ২০২৫, ১২:২৪ পিএম

দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা ও এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল। ঘরে বসেও গরমের কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। দোকানপাটেও কমেছে ক্রেতাদের উপস্থিতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই গরম কমে আসবে। 

রাজশাহীর ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার বেলা ১১টাতেই ৩৫ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রার পারদ। অতিরিক্ত গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সকাল থেকেই প্রখর রোদে কাজ করছেন দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। তারা বলছেন, এই গরমে কাজ করা যাচ্ছে না, অসুস্থবোধ হচ্ছে। এদিকে কাজের ফাঁকে ফাঁকে কেউ ছায়ায় বসে, কেউ শরবত আবার কেউ আইসক্রিম খেয়ে নিজেদের শীতল রাখার চেষ্টা করছেন।  

বগুড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সময় বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। অতিরিক্ত গরমে রিকশাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ বেকায়দায় পড়েছেন।

গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। সব বয়সের কর্মজীবী মানুষ ভিড় করছেন শরবতের দোকানে। 

অসহনীয় গরমে বিপর্যস্ত নীলফামারীর জনজীবন। বাড়ি থেকে শুরু করে দোকানপাট সবখানেই গরমে অতিষ্ঠ মানুষ। শহরের দোকানপাটে কমেছে ক্রেতাদের উপস্থিতি।

কুড়িগ্রাম জুড়েও চলছে মৃদু তাপপ্রবাহ। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে, গরমের তীব্রতা থেকে সামান্য স্বস্তির আশায় অনেকে ভিড় করছেন নদী ও জলাশয়ের ধারে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।

আরবিএস
দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
রাজধানী ঢাকাসহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। মঙ্গলবারের আগে এই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী,  রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে...
রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত