প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হবে বলে জানিয়েছেন সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার তৃতীয় বৈঠক শুরুর আগের সূচনা বক্তব্যে বুধবার (১৮ জুন) তিনি এসব কথা বলেন।
জুলাই মাসের মধ্যে সব দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করার আশাও করেন তিনি।
তিনি বলেন, আজ জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা করা হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রাথমিক পর্যায়ের যে আলোচনা আমরা করেছি, সেক্ষেত্রে কিছু বিকল্প প্রস্তাব এসেছে। আজকের আলোচনায় এ বিষয়ে বড় অগ্রগতি অর্জন করতে পারব। সবচেয়ে খুশি হবো, যদি আজ এনসিসি নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পারি আমরা। আর এটি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে।
তিনি আরো বলেন, সবচেয়ে জরুরি বিষয় হলো, সব বিষয়ে যেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করে একটি জায়গায় আসতে পারি। আমাদের সময়স্বল্পতা আছে, জুলাইয়ের মধ্যেই একটি জাতীয় সনদ করতে হবে। এরপর তাতে সবার সই নিতে হবে।
বৈঠকে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ফ্যাসিবাদ বিরোধী ৩০টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়।