রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ), বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এদের মধ্যে একজন মোহাম্মদ হোছেন ওরফে খোকন টেকনাফ আইস সিন্ডিকেটের হোতা। অন্যজন খোকনের সহযোগী। তাদের কাছ থেকে উদ্ধার করা আইসের পরিমাণ প্রায় পাঁচ কেজি, যা এখন পর্যন্ত দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান।
শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে টেকনাফ কেন্দ্রিক কয়েকটি মাদকচক্র বেশ কিছুদিন ধরে পাশের দেশ থেকে অবৈধ মাদক- আইস বাংলাদেশে নিয়ে আসছে।
র্যাবের একটি দল শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।
অভিযানে জব্দ করা হয় মাদক আইস, যার পরিমাণ পাঁচ কেজি ৫০ গ্রাম। যার বাজার মূল্য ১২ কোটি টাকা। এছাড়া গুলিসহ একটি বিদেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংক: প্রধানমন্ত্রী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া খোকন জানিয়েছে, টেকনাফ কেন্দ্রিক মাদক সিন্ডিকেটের সদস্য তারা। চক্রটি বিগত প্রায় কয়েক বছর ধরে অবৈধ মাদক ইয়াবার কারবার করে আসছে।
সিন্ডিকেটের সদস্যরা সাধারণ নৌপথ ব্যবহার করে মাদকের চালান দেশে নিয়ে আসে। চড়া দামে আইস রাজধানীর উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হয় বলে জানান র্যাব কর্মকর্তারা।
আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক। বাংলাদেশে কয়েক বছর ধরে প্রায়শই এই মাদক ধরা পড়ছে।