গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ৫ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ দিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ২ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪৯। আজ তা সামান্য বেড়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৫ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৬৯৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, ৬৫ রোগী হাসপাতালে
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২২ হাজার ৫৩৬ জনের। সুস্থ হয়েছেন ৫৫ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৪৬১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৮ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৯১৯ জন।
একাত্তর/আরএ