সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

মেট্রোরেল চালক ও স্টেশন পরিচালনায় দুই নারী

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৮:২৭ পিএম

মেট্রোরেল। দেশের যোগাযোগ ব্যবস্থায় গড়তে চলেছে এক নতুন ইতিহাস। সেই উন্নয়নের সমান্তরালে আরেক ইতিহাস লিখছেন দুই নারী। 

তাদের একজন মরিয়ম আফিজা। অন্যজন আসমা আক্তার। একজন মেট্রো রেলের প্রথম নারী চালক। আরেকজন প্রথম নারী স্টেশন অপারেটর। 

দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পাওয়া এই দুজন এখন পুরোদমে প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের হাত ধরেই শুরু হবে মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা। 

image

ঢাকার আকাশ সীমাই বলছে, বদলে যাচ্ছে চিরোচেনা দৃশ্যপট। যোগাযোগ ব্যাবস্থ্যায় উন্নয়নের যে ক্ষীণ আলো দুর আকাশের তারা হয়ে ছিলো। সময়ের সাথেই তার দ্যূতি ছড়াতে শুরু করেছে।

সেই আলোর রেখায় যুক্ত হলো দুটি নাম। যাদের একজন প্রথম নারী হলেন মেট্রোরেল অপরেটর মরিয়ম আজিফা। বলা যায় তার হাত ধরেই নতুন যুগে প্রবেশ করবে দেশের যোগাযোগ ব্যবস্থা। 

মেট্রোরেলের চালকের পদটির নাম ‘ট্রেন অপারেটর’। এই পদে ২৫ জনের সঙ্গে মরিয়ম আফিজা নিয়োগ পেয়েছেন। এমন কাজে যুক্ত হতে পরেও তিনি নিজেও অনেক খুশি। 

মরিয়ম আফিজা বলেন, মেট্রোরেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাব- এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন।

মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে।

এদিকে, মেট্রোরেলে স্টেশন থেকে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করবেন স্টেশন কন্ট্রোলার। এই পদে ৩৪ জনের সঙ্গে নিয়োগ পেয়েছেন আসমা আক্তার।

ট্রেন অপারেটর কখনো কখনো স্টেশন কন্ট্রোলারের দায়িত্ব পালন করবেন। আবার স্টেশন কন্ট্রোলার প্রয়োজন হলে ট্রেন চালাবেন।

এমন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন রাজধানীর তিতুমীর কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করা আসমা আক্তার। তার হাত দিয়েই এই চলাচল হবে নিরাপদ আর নির্বিঘ্ন। 

আসমা আক্তার বলেন, পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেখে একটা চাকরি করব, শুধু এটা ভেবেই এখানে আসিনি। মেট্রোরেল ব্যবস্থার প্রতি একটা প্যাশনও কাজ করেছে।

তিনি বলেন, প্রশিক্ষণে মেট্রোরেলের খুঁটিনাটি সবই রপ্ত করার চেষ্টা করছি। আমার পদ স্টেশন কন্ট্রোলার হলেও ট্রেন চালাতে হতে পারে। এটা আসলেই একটা রোমাঞ্চকর ব্যাপার।

গেলো কয়েক বছর ধরেই নানা রকম পড়াশুনা আর দেশে বিদেশে কয়েক ধাপের প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিজেদের চুড়ান্ত সময়ের জন্য প্রস্তুত করছেন দুই নারী। 

মরিয়ম ও আসমা ইতিমধ্যে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন।

বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এরপর তাঁরা দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। 

এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রাথমিক ভাবে মেট্রোরেলের অপারেটর বা চালক হিসেবে কাজ করবেন কমপক্ষে ৯০ জনের একটি দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ঢাকাবাসী মেট্রোরেলে চড়বে।


একাত্তর/এআর

কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ শীর্ষক কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে,...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অডিটোরিয়ামে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭,৫০০ নারী এই রোগে প্রাণ হারান।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত