আবারো শিরোনামে বিপুল অর্থ লোপাটে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার।
তাঁর অন্যতম সহযোগী মো. খবির উদ্দিনের দুই মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ উভয়েই পিপলস লিজিংয়ের ঋণ খেলাপি।
বাবার মাধ্যমে ৬৪ কোটি টাকা ঋণ নিয়ে তারা আত্মসাৎ করেন বলে জানিয়েছে র্যাব। শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির ঋণ খেলাপি।
বুধবার ভোরে দেশত্যাগের চেষ্টার সময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এই অভিযান চালায়।
পরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, পিপলস লিজিং নামের আর্থিক প্রতিষ্ঠানটির ছয় হাজার আমানতকারীর ১ হাজার ৯৯৬ কোটি টাকা আত্মসাৎ করেন পিকে হালদার ও তার সহযোগীরা।
ঋণের নামে এসব টাকা মূলত দেশে বিদেশে পাচার করা হয়। পিকে’র অন্যতম দুই সহযোগী পিপলস লিজিংয়ের পরিচালক খবির উদ্দিনের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ।
তিনি ও তার দুই মেয়েসহ পরিবারের সদস্যদের নামে দুশ কোটি টাকা ঋণ নিয়ে সেটি আত্মসাৎ করেন। কানাডা পালিয়ে যাবার সময় তাদের গ্রেফতার করে র্যা্
খন্দকার আল মঈন জানান, অভিযুক্ত শারমিন ও তানিয়া ২০০৩ সাল থেকে কানাডায় বসবাস করছেন। গেলো ৭ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
কিন্তু তারা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাদের বাবা খবির উদ্দিন বর্তমানে জামিন নিয়ে চিকিৎসাধীন আছেন।
প্রায় দেড় যুগ ধরে কানাডায় অবস্থান করে শারমিন ৩১ কোটি ও তানিয়া ৩৩ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। তারা গত ২৮ জুলাই বাংলাদেশে আসেন।
গোপনে কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আত্মসাতের উদ্দেশ্যে ঋণ নেয়ার বিষয়ে তথ্য দিয়েছেন।
র্যাক মুখপাত্র বলেন, পিকে হালদারের অন্যতম সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিন। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে ২০১০ সাল পর্যন্ত পরিচালক ছিলেন।
ওই সময়ে তিনি প্রায় ২০০ কোটি টাকা পরিবারের বিভিন্ন সদস্যের নামে-বেনামে ঋণ নিয়ে আত্মসাৎ করেন। পরে ২০১০ সালে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়।
এর আগে গত বছরের ১৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই বছরের ১৬ মার্চ বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার হন পিকে হালদারের আরেক বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই।
একাত্তর/এআর