সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

ঢাকা-গাজীপুর সড়ক আপাতত স্বস্তির, তবে...

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৮:৫১ পিএম

সংস্কারের পর ঢাকা-গাজীপুর মহাসড়কে কোনরকম ঝামেলা ছাড়াই চলছে যানবাহন। চালকরা বলছেন, ঈদযাত্রায় লোকাল বাস নিয়ন্ত্রণ করা গেলে সড়ক হবে স্বস্তির। কিন্তু রুট বদলে যদি সব বাহন সড়কে নামলে তৈরি হতে পারে নৈরাজ্য। 

তবে বাস মালিক সমিতির নেতারাও বলছেন, রুট বদলে লোকাল বাস মহাসড়কে চলার তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে। তারাও চান, কোন দুর্ভোগ ছাড়াই মানুষ যেতে আপন ঠিকানায় যেতে পারে। ঈদযাত্রার সময় চিরদিন ভোগান্তির অবসান চান তারাও। 

এরিমধ্যে শুরু হয়ে গেছে মানুষের ঈদযাত্রা। গেলো দুই দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পথে নেমেছেন বহু মানুষ। তবে আসল স্রোত শুরু হবে বুধবার থেকে। প্রতি বছরই ঈদযাত্রায় যাত্রীর কাছে আতঙ্ক হয়ে দেখা দেয় ঢাকা-গাজীপুর মহাসড়কের তীব্র যানজট। 

এবার সেই চিত্র দৃশ্যপটের পরিবর্তন হতে যাচ্ছে। এরিই মধ্যে শেষ হয়েছে ব্যস্ত ঢাকা-গাজীপুর মহাসড়কের সংস্কার কাজ। এখন অনেকটা নির্বিঘ্নেই যানবাহন চললেওএ পুরোপুরি শেষ হয়নি এই সড়কের ভোগান্তি। কারণ বিআরটি নির্মাণ কাজ চলার কারণে সড়ক গতি কম। 

গেলো প্রায় এক দশক ধরে ঢাকা গাজীপুর মহাসড়কটি ঈদযাত্রায় অন্যতম এক ভোগান্তির নাম। কারন বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটিএ প্রকল্পের কাজ শেষ না হওয়া। প্রকল্পটির কাজ শুরু হয় ২০১২ সালে যা আজও চলছে। 

চালকরা বলছেন, কদিন আগেও পুরো সড়ক ছিলো খানাখন্দে ভরা। সংস্কারে পর এখন আর তেমন কোন খানাখন্দ নেই। তাই গাড়ি চলছে নির্বিঘ্নে। ঈদের তিনদিন আগে মালবাহী  যান চলাচল বন্ধ থাকবে। কিন্তু চালকরা বলছেন, ঈদযাত্রায় যদি লোকাল বাসগুলো রুট বদলে মহাসড়কে নামে, তবে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবে না। 

মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতউল্লাহ বলছেন, নির্দেশান না মেনে লোকাল বাস যদি মহাসড়কে চললে ব্যবস্থা নেয়া হবে। এবার ঈদের আগেই তিন থেকে চারদিনের বাড়তি ছুটির কারণে সড়কে কোন ভোগান্তি হবে না বলে আশা পরিবহন সংশ্লিষ্টদের। 


একাত্তর/এআর

'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন।
রাজধানী নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহর (রহ.) ১৫৫তম পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে। 
ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি ত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।  
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত