সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

বঙ্গবন্ধু হত্যা

'ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের সাথে ছিলো পাকিস্তান'

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৩:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিক্সন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড বলে মনে করছেন কূটনীতিক ওয়ালিউর রহমান। আর এই ষড়যন্ত্রে ছিলো পাকিস্তানও। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা বিষয়ক টাস্কফোর্সের একজন সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এ মন্তব্য করেন। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির ১৯৭১ সালের জুলাই মাসের এক ভিডিওতে তৎকালীন মার্কিন কুটনীতিকদের যেমন দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে, বর্তমান সময়কে তার থেকে ভিন্ন কিছু বলে মনে করেন না এই কুটনীতিক। তার মতে, পার্থক্য এটাই যে বাংলাদেশ এখন আগের চেয়ে শক্তিশালী হয়েছে। আর একাত্তরেই বঙ্গবন্ধুর মৃত্যু পরোয়ানা সই করে রেখেছিলেন কিসিঞ্জার, যখন তিনি পাকিস্তানের সাথে কনফডোরেশনের চুক্তি মেনে নেননি। সেই কথা জেনেভায় পৌঁছে ওয়ালিউরকে বলেছিলেন বঙ্গবন্ধু। 

কুটনীতিক ওয়ালিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু জানতেন না যে, এই লোকটি (কিসিঞ্জার) একজন নিকৃষ্ট হারামজাদা। তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন।’ 

গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সাথে খুনিদের ফিরিয়ে আনতে ১৯৯৬ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছিলেন। নিজের দূতিয়ালি জীবনের বন্ধুদের সাথে নিবিড় যোগাযোগে তিনি তখন জানতে পারেন, লিবিয়ার বেনগাজীতে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে অবস্থান করছে হত্যাকারীদের পুরো দলটি। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদেল রহমান শালগাম তাদের লিবিয়ায় প্রেসিডন্ট গাদ্দাফির সাথে বৈঠক করতে বলেন।

ওয়ালিউর রহমান বলেন, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদেল রহমান শালগাম বললেন আপনি আসেন, আমি প্রেসিডন্টে গাদ্দাফির সাথে আপনার আলাপ করিয়ে দেবো। আমি গাদ্দাফিকে রাজি করাবো এবং তাদের (বঙ্গবন্ধুর খুনীদের) গ্রেপ্তার করা হবে।   

মার্কিন সমর্থন, পাকিস্তানের পৃষ্ঠপোষকতা, লিবিয়ার সরাসরি সাহায্যে তখন খুনির দল এতোটাই শক্তিশালী যে, বেনগাজি যাওয়ার আগে মাল্টাতে গভীর রাতে হামলার খবর আসে। যদিও আগে থেকেই নানা সতর্কতা জারি করেছিলেন মাল্টার পুলিশ কমিশনার। রাত আড়াইটায় ছাড়তে হয় হোটেল।

image


এ কুটনীতিক বলেন, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সুটকেসের ভেতর যা আছে সব কিছু নিয়ে চলে আসুন। তিনি এমনটা কেন বলছেন, তা জানালেন না। স্পেশাল পুলিশ বহরের পাহারায় আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে আনা হলো। এ সময় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানান, রাশেদ আপনাদের হত্যা করতে পেশাদার খুনি পাঠিয়েছে।   

মাল্টা থেকে ফিরে এলেও টাস্কফোর্সের কাজ চলছিলো। একটা লম্বা বিরতির পর খুনি শরিফুল হক ডালিমের খোঁজ মেলে কেনিয়াতে। তথ্য বলছে, এখনও পাকিস্তানি পাসপোর্টে সেখানে আছে খুনিদের একটি ঘাঁটি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর যে কজন খুনি জীবিত আছে, তারা সকলে পাকিস্তানের পাসপোর্টধারী।  

তিনি আরও বলেন, সবশেষ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে অ্যাটর্নি জেনারেল বার যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা খুনি রাশেদ চৌধুরীর ফাইলের খোঁজ করেছিলো। 

একাত্তর/আরবিএস  

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত