ওয়ার্ডে ওয়ার্ডে গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সোমবার ভোর থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় করে মানুষ।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যারা টিকা পেয়েছেন তাদের মুখে হাসি ফুটলেও, যারা ফিরে গেছেন ক্ষোভ ঝরেছে তাদের কণ্ঠে।
কেন্দ্র প্রতি ৩০০ থেকে ৩৭৫টি টিকা বরাদ্দ দেয়ায় বেশিরভাগ মানুষকে ফিরে যেতে বলা ছাড়া কর্তৃপক্ষেরও কিছু করার থাকছে না। তবে টিকা নিয়ে অসন্তোষ নেই গ্রহীতাদের মধ্যে।
দেশব্যাপী ওয়ার্ডে ওয়ার্ডে গণটিকা কার্যক্রমের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। রাজধানীর ওয়ার্ড ভিত্তিক কেন্দ্রগুলোতে করোনার টিকা নিতে লাইনে দাঁড়াচ্ছেন বহু মানুষ।
সকাল আটটা থেকে কার্যক্রম শুরু হলেও ভোর পাঁচটা থেকেই ভোটার আইডি নিয়ে হাজির হচ্ছেন তারা।
কেন্দ্র প্রতি গড়ে সাড়ে তিনশ’ টিকা থাকায় যারা আগে এসেছেন তারাই টিকা পাচ্ছেন। বাকিরা দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকা পাচ্ছেন না। ক্ষোভ মূলত তাদেরই।
লাইনের মধ্য কেউ কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেও সতর্ক ছিলো স্থানীয় কর্তৃপক্ষ। তবে টিকা ফুরিয়ে যাবার পর যারা এসেছেন তাদেরকে ফেরত পাঠানো ছাড়া কিই-বা করার আছে!
অনলাইনে রেজিস্ট্রেশন করে এসএমএসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলেই নাকি এমন ভিড় ঠেলে টিকা নিতে এসেছেন তারা।
গণটিকা কার্যক্রমের ছয়দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেবার লক্ষমাত্রা থাকলেও প্রথম দুইদিনেই টিকা নিয়েছেন ৩৭ লাখেরও বেশি মানুষ। তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে দ্রুতই টিকা আমদানির বিকল্প নেই এখন।
একাত্তর/এআর