সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

নির্বাচনে না আসা বিএনপির বড় ভুল: তৈমূর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

নির্বাচনে অংশ না নেওয়াকে বিএনপির বড় ভুল বলে মনে করছেন তৃণমূল বিএনপির মহাসচিব ।

মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে স্থানীয় জনগণ ও দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপি একটি বড় দল, নির্বাচনে অংশগ্রহণ না করা তাদের বড় ভুল। তারা নির্বাচন করলে দেশে নেতা তৈরি হতো। নির্বাচন হলো জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক স্থাপনের পন্থা। এটা থেকে সরে যাওয়া ঠিক হয়নি।

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৭ মোতাবেক এ রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের দায়িত্ব হলো নিজের ভোট নিজে প্রয়োগ করা। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, তাই জনগণকে ভোট দিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে দেশের বর্তমান অবস্থার পরিবর্তন হবে।

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, আমরা সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করবো। কোন দলের সাথে জোট করবো না আমরা, আমাদের সাথে যারা আসবে তারা আমাদের মার্কায় নির্বাচন করবে। তৃনমুল বিএনপি এবারের নির্বাচনে ২৮০টি আসনে প্রার্থী দিয়েছিলো, এর মধ্যে ১৯১ জন প্রার্থী বৈধ হয়েছে। আপিল ও রিট করে আমরা আরো বৈধ প্রার্থী পাবো। নুন্যতম ২০০ আসনে আমরা নির্বাচন করবো। 


     
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের যেভাবে কথা দিয়েছেন  সেভাবে নির্বাচন হলে আমরা অনেকগুলো আসন পাবো। ২০১৪ ও ২০১৮ সালে আন্দোলন করে নির্বাচন ও সরকার গঠন করা ঠেকাতে পারিনি। তারা ঠিকই সরকার গঠন করেছে। এমনকি বিভিন্ন দেশ তাদের স্বীকৃতি দিয়েছেন। এবার সুযোগ এসেছে ভোট কেন্দ্রে গিয়ে সঠিক নেতা নির্বাচন করার।

এসময় তিনি সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

এআর
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
জনগণ নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের অবসান চায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 
সংস্কার চলমান প্রক্রিয়া। তবে নির্বাচন এবং সংস্কারকে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত