সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ: কাদের 

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০১:০৮ পিএম

সরকারের কাজের অন্ধ সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ না থাকায় বিএনপির ‘নেতারা ক্লান্ত ও কর্মীরা হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টি করে না, গীবত পার্টি করে! ঢালাওভাবে ইফতার পার্টি ডেকে সরকারের সমালোচনা করে। তাদের তো এখন কিছু নেই। নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ।

বিএনপির ইফতার পার্টিতে ‘মহান আল্লাহ পাকের গুণ কীর্তন হয় না’ মন্তব্য করে তিনি বলেন, গলাবাজি ছাড়া তাদের কিছু নেই। এখন সরকারের অন্ধ সমালোচনা করে।

বিএনপিকে ভাঙার দাবি অস্বীকার করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আমরা ভাঙতে যাবো কেন! আমাদের কি কোনো দুর্বলতা আছে যে, বিএনপি থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে!

আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি মনে করে গণতন্ত্র মানে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়া। কিন্তু ক্ষমতার মালিক জনগণ।  জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব না।

সম্প্রতি খবর বেরিয়েছে যে, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি সদস্য হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনএমে যোগ দেওয়ার একটি ফরমসহ সাকিব ও হাফিজের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ওবায়দুল কাদের বলেন, সাকিব আওয়ামী লীগের টিকেটে মাগুরা থেকে জয়লাভ করেছে। মনোনয়ন চাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য, তার আগে সে দলের কেউ ছিলো না। সে এখন নির্বাচিত হয়েছে। এর বেশি কিছু জানা নেই।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে কড়া তদারকি চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, বাজার তদারকি হচ্ছে। কয়েকটি পণ্যের দাম বেধে দেয়া হয়েছে।

‘আর এরই মধ্যে কিছু পণ্যের দাম কমেছে। অন্যান্য পণ্যের দামও সাধ্যের মধ্যে রাখতে সরকারের চেষ্টার কমতি নেই, অপেক্ষা করুন,’ আশ্বাস দেন ওবায়দুল কাদের। 

আরবি
দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হলে তা পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অলিক ধারণা বা আবেগের বসবর্তী হয়ে নয়, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, ধর্মীয় মূল্যবোধ মাথায় রেখেই সব সঙ্কট মোকাবেলা করতে হবে। পাশাপাশি সবাইকে আরও...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত