আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে নির্বাচনী বুথে সিসি ক্যামেরা লাগাতে ইইউ’র সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সাক্ষাত শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব কথা জানান।
গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘু ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত এবং অত্যন্ত লজ্জাজনক।