সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না মন্তব্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলছেন, এর জন্য দরকার অর্থবহ সংলাপ, যার উদ্যোগ নিতে হবে সরকারকে।
শনিবার (২৪ মে) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় সবাই মিলে সরকারকে তার দায়িত্ব পালনে সুযোগ দেওয়ার আহবান জানিয়ে জামায়াত আমির বলেন, যদি এই সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে পুরো জাতি সঙ্কটে পড়ে যাবে।
জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই সংস্কার ও নির্বাচনের আলাদা দুটি রোডম্যাপের কথা বলে আসলেও সরকার তা দেয়নি উল্লেখ করে দ্রুত সরকারকে এই দুই রোডম্যাপ দেওয়ার আহবান জানান তিনি।
এছাড়া মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়ারও আহবান জানান তিনি।
সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে করে তিনি বলেন, সেনাবাহিনী বিতর্কিত হয়ে গেলে বিতর্কিত হবে দেশ।