আদালত অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তিনি সারজিসকে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে জনগণের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন।
শনিবার (২৪ মে) সারজিসকে এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জসিমউদদীন।
তিনি সাংবাদিকদের বলেন, সারজিসের পোস্ট আদালত অবমাননাকর। এ ধরনের মন্তব্য আদালতের মর্যাদাকে ক্ষুণ্ন করে। এজন্য নোটিশপ্রাপ্তির দুই ঘণ্টার মধ্যে তাকে জনগণের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
সম্প্রতি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেইবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন ইশরাক। তার সমর্থকরাও একই দাবি তোলেন। এর মধ্যে বৃহস্পতিবার (২২ মে) ইশরাককে যেন শপথ পড়ানো না হয় ওই রিট মামলা খারিজ করে দেয় হাই কোর্ট। এই আদেশের পরপরই সারজিস ফেইবুকে লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”