শেখ হাসিনার আমলে হাওয়া সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণার পাশাপাশি জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির আহবায়ক নাহিদ ইসলাম আরো বলেন, দ্রুত ইসি সংস্কার, আওয়ামী লীগের বিচার ও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে এনসিপি।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের পর, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতাদের সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির আরও তিন নেতা।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় দায়িত্ব গ্রহণ করেছিলেন তা শেষ করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানিয়েছেন তারা। কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার পাশাপাশি, দ্রুত ইসি সংস্কার করে সবার আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন তারা। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয়। কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। নির্বাচন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। এখনো সব শহীদ পরিবার সঞ্চয়পত্র পায়নি। মাসিক ভাতা দেয়ার কথা ছিল সে ভাতার কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে যেন সব প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়।
তিনি আরো বলেন, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান। গণপরিষদ ও আইনসভা নির্বাচনের কথা বলেছি। এ তিনটি নিয়ে সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ যাতে সরকার একত্রে ঘোষণা করে।
জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ডিসেম্বর থেকে জুলাই সময়ের মধ্যে যে নির্বাচন হবে সেটিরও একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি।