সাউথ আফ্রিকায় বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে পেসারদের সামলানোর প্রস্তুতি তো চলছেই। স্পিনারদের কীভাবে খেলতে হবে সেই স্কিলগুলোও ঝালাই করে নিচ্ছেন টাইগার ব্যাটাররা।
তেমনই এক সেশনে একটানা বোলিং করতে দেখা গেল সাবেক ক্যাপ্টেন ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। নিজে বোলিং করেছেন, ক্রিকেটারদের সঙ্গে শেয়ারও করেছেন।
সাউথ আফ্রিকার উইকেটে পেসাররা ছড়ি ঘোরাবেন সবার ওপরে। তাই বোলে স্পিনারদের সামলানো লাগবে না, তা তো আর নয়।
তাই, জোহানসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টাইগার ব্যাটাররা নেট অনুশীলন করছেন স্পিনের বিপরীতেও। ঘূর্ণি বলতে সামাল দেয়ার কৌশলও ঝালিয়ে নিচ্ছিলেন।
সেই সেশনেই দেখা গেল দৃশ্যটা। নাসুম-মিরাজদের সাথে বল হাতে নেমে পড়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশারও। দীর্ঘ সময় ধরে হাত ঘুরিয়েছেন সাবেক এই টাইগার কাপ্তান।
ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাবিবুল বাশার সুমনের বল করার অভিজ্ঞতাও অবশ্য আছে, যদিও সেটা খুবই কম।
টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১৫ ইনিংসে বল করেছেন। ওয়ানডেতে একটা উইকেটও আছে তার। ফার্স্ট ক্লাস আর লিস্ট এ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৬টা।
এই সাউথ আফ্রিকায় হাবিবুল বাশারের অবশ্য আছে সুখস্মৃতি, সেটা যদিও বল নয়, ব্যাট হাতে। ওয়ানডেতে প্রোটিয়াদের মাঠে সর্বোচ্চ পাঁচ ইনিংসের একটা তার।
সাউথ আফ্রিকাতে দুই টেস্ট একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নির্বাচকের জায়গা থেকে নিশ্চয় কাজে লাগাচ্ছেন হাবিবুল বাশার।
হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গেও নিয়মিত আলোচনাও করতে দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। স্পিনে ব্যাটারদের ঝালাই করিয়ে নেয়ার সিদ্ধান্ত সেই আলোচনার ফসল।
জাতীয় দলের টিম ডিরেক্টর সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকেও নিয়মিত নেটে পেইস বোলিং কোরতে দেখা যায়।
সেটা যতোটা না দলের প্রয়োজনে, তারচেয়ে বেশি নিজের খেলার নেশা থেকে। ক্রিকেটটা যার ভেতরে বসবার করে, ব্যাট-বল দেখে তার নিজেকে ধরে রাখা মুশকিলই বটে।
একাত্তর/এসজে