সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

ওয়ান্ডারার্সের নেটে বল হাতে নির্বাচক হাবিবুল বাশার

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:৪৩ পিএম

সাউথ আফ্রিকায় বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে পেসারদের সামলানোর প্রস্তুতি তো চলছেই। স্পিনারদের কীভাবে খেলতে হবে সেই স্কিলগুলোও ঝালাই করে নিচ্ছেন টাইগার ব্যাটাররা। 

তেমনই এক সেশনে একটানা বোলিং করতে দেখা গেল সাবেক ক্যাপ্টেন ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। নিজে বোলিং করেছেন, ক্রিকেটারদের সঙ্গে শেয়ারও করেছেন। 

সাউথ আফ্রিকার উইকেটে পেসাররা ছড়ি ঘোরাবেন সবার ওপরে। তাই বোলে স্পিনারদের সামলানো লাগবে না, তা তো আর নয়। 

তাই, জোহানসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টাইগার ব্যাটাররা নেট অনুশীলন করছেন স্পিনের বিপরীতেও। ঘূর্ণি বলতে সামাল দেয়ার কৌশলও ঝালিয়ে নিচ্ছিলেন।

সেই সেশনেই দেখা গেল দৃশ্যটা। নাসুম-মিরাজদের সাথে বল হাতে নেমে পড়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশারও। দীর্ঘ সময় ধরে হাত ঘুরিয়েছেন সাবেক এই টাইগার কাপ্তান। 

ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাবিবুল বাশার সুমনের বল করার অভিজ্ঞতাও অবশ্য আছে, যদিও সেটা খুবই কম। 

টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১৫ ইনিংসে বল করেছেন। ওয়ানডেতে একটা উইকেটও আছে তার। ফার্স্ট ক্লাস আর লিস্ট এ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৬টা। 

এই সাউথ আফ্রিকায় হাবিবুল বাশারের অবশ্য আছে সুখস্মৃতি, সেটা যদিও বল নয়, ব্যাট হাতে। ওয়ানডেতে প্রোটিয়াদের মাঠে সর্বোচ্চ পাঁচ ইনিংসের একটা তার।

সাউথ আফ্রিকাতে দুই টেস্ট একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নির্বাচকের জায়গা থেকে নিশ্চয় কাজে লাগাচ্ছেন হাবিবুল বাশার। 

হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গেও নিয়মিত আলোচনাও করতে দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। স্পিনে ব্যাটারদের ঝালাই করিয়ে নেয়ার সিদ্ধান্ত সেই আলোচনার ফসল। 

জাতীয় দলের টিম ডিরেক্টর সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকেও নিয়মিত নেটে পেইস বোলিং কোরতে দেখা যায়। 

সেটা যতোটা না দলের প্রয়োজনে, তারচেয়ে বেশি নিজের খেলার নেশা থেকে। ক্রিকেটটা যার ভেতরে বসবার করে, ব্যাট-বল দেখে তার নিজেকে ধরে রাখা মুশকিলই বটে। 


একাত্তর/এসজে

ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র।
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো সফরকারী পাকিস্তান। রোববার (১৬ মার্চ) সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান।...
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। অস্ট্রেলিয়া একাদশে দুই পরিবর্তন এলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছেন রোহিত শর্মারা।   
রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফায় যেহেতু অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট নয়, তাই নির্বাচন আয়োজনের এক দফা বাস্তবায়নে বিএনপিকে হাটতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত