সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।  

মঙ্গলবার দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল।

বিপিএলের আগামী আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যুতে খেলা হবে। 

 চূড়ান্ত সূচি

এবারের বিপিএলে অংশ নেওয়া সাতটি দল হলো- ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স।

লিগ পর্বের সেরা চার দল প্লে-অফে খেলবে। ৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমিনেটর এবং সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। 

প্রথম কোয়ালিফাইয়ার ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দল ফাইনাল খেলবে। ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

লিগ পর্বে প্রতিদিনই ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলো দুপুর দেড়টায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে। শুক্রবারের ম্যাচগুলো দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায় শুরু হবে।

বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।  

আরবিএস
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন...
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করা কেন অবৈধ...
আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। রিটে, গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল...
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত