পিএসজির বিশ্বজয়ী ফরোয়ার্ড কালিয়ান এমবাপ্পে যে চলতি গ্রীস্মে কোথাও যাচ্ছেন
না সেটি এবার পরিস্কার করলেন দলটির কোচ মরিসিও পোচেত্তিনো।
তিনি জানিয়েছেন, এমবাপ্পে পিএসজিতে আছে এবং থাকবে। এই গ্রীস্মে তাকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। পিএসজির এমন কোনো পরিকল্পনাও নেই।
বার্সেলোনার লায়োনেল মেসি পিএসজি’র হয়ে যাবার পর এমবাপ্পের দলবদলের গুজব আবারো মাথা চাড়া দিয়ে উঠে। সেই সঙ্গে পিএসজির আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে।
এতে গুজবটি আরো বেশি বেগ পায়। বলা হচ্ছিলো, অর্থ ঝুঁকি কমাতে এমবাপ্পেকে বিক্রি করে দেবে পিএসজি। কিন্তু কোচ পোচেত্তিনো পরিস্কার বলে দিলেন, সেটি আর হচ্ছে না।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ রয়েছে আর এক বছর। আগামী জুনেই তিনি চুক্তি থেকে মুক্তি পাবেন। তাকে দলে পেতে অনেক দিন থেকেই অপেক্ষায় আছে রিয়েল মাদ্রিদ।
শুক্রবার, প্যারিসের প্রিন্সেস পার্কে পিএসজির অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে পোচেত্তিনো বলেন, ‘কিলিয়ান আমাদের খেলোয়াড় এবং আমাদেরই থাকবে’।
এমবাপ্পেকে নিয়ে আত্মবিশ্বাসের সূরে কথা বললেও, দলের আরেক তারকা ইকার্দিকে নিয়ে অন্য সুরে কথা বলেছেন পিএসজি কোচ। বলেছেন, ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। পিএসজি ছাড়াও অন্য কোথাও ইকার্দির জন্য ভালো কিছু হলে সেটি পিএসজি আটকাবে না।
কোচ পোচেত্তিনো জানান, বার্সেলোনা মেসিকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরপরই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো অসম্ভব দ্রুততম সময়ে ভীষন দক্ষতার সঙ্গে সব কিছু সম্ভব করে তোলেন। মেসিকে প্রস্তাব দেওয়া থেকে শুরু করে চুক্তি সই, সব কিছু মসৃন ছিলো।
আরও পড়ুন: অনুশীলনে সারাক্ষণ পাশাপাশি মেসি আর নেইমার
পোচেত্তিনো বলেন, ‘মেসি আসায় আমাদের মধ্যে দারুণ এক পজেটিভ এনার্জি কাজ
করছে। আমরা সবাই বুঝতে পারছি সেটি। গোটা শহর ও সমর্থকরাও দারুণ আশাবাদি আমাদের
নিয়ে। একজন কোচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গোটা দলকে এক রাখা এবং সিদ্বান্ত
গ্রহণ করা। আর সেই কাজটির জন্যই তো আমি এখানে’।
মেসিকে কখন পিএসজির হয়ে প্রথম খেলতে দেখা যাবে, এমন এক প্রশ্নের জবাবে কোচ পোচেত্তিনো বলেন, ‘সবে মেসি দলের সঙ্গে নুশীলন শুরু করেছেন। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। ধাপে ধাপে এগুতো চাই। যখন সে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাবে ঠিক তখনই তার অভিষেক হবে’।
একাত্তর/আরবিএস