ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি। তবে শোনা যাচ্ছে আরো বেশ কয়েকজন মাস্টারমাইন্ডের নাম। তবে ব্রাজিলের যা অবস্থা তাতে ভালো মানের কোচ রাজি করানোই এখন বড় চ্যালেঞ্জ।
বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে এসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেলো পাঁচ হারের স্বাদ। বুইনস এইরেসে ব্রাজিলকে পাড়ার দল বানিয়ে দিলো আর্জেন্টিনা। ২৫ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে চিলির কাছে ৩-০ গোলে হারকে ছাপিয়ে লজ্জার হারে নতুন উচ্চতায় সেলেসাওরা।
এবারে বিশ্বকাপ বাছাইয়ে এখনো পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল যারা এক হালি গোল হজম করলো। এখানেই শেষ নয়, বিশ্বকাপ বাছাইয়ে এক এডিশনে আর্জেন্টিনার বিপক্ষে দুই লেগেই এবারই প্রথম ম্যাচ হারলো দোরিভ্যালের শিষ্যরা। সবমিলিয়ে সুপারক্লাসিকোতে ব্রাজিল এমন অপদস্থ হলো এই জন্মে বোধহয় আর ভুলতে পারবে না।
মুখে যতই বলুক জয়-পরাজয় পার্ট অব দ্য গেম…মন জানে সবই, কত বড় বিপদের সামনে দাঁড়িয়ে ফুটবল দুনিয়ার জায়ান্ট দলটা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তাইতো গোল আর ঘোল দুটোই খেয়ে হুঁশ ফিরেছে ব্রাজিলের। আরো বড় বিপর্যয় ঠেকাতে প্রথম পদক্ষেপ হিসেবেই ডাগআউট থেকে বিদায় করতে চাইছে কোচ দোরিভ্যাল জুনিয়রকে।
এরপরই নতুন করে আবারো সিনে মোস্ট ফেভারিট কার্লো আনচেলত্তি। বিভিন্ন গণমাধ্যমের খবর এরইমধ্যে নাকি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন রেয়ালের এই ইতালিয়ান ম্যানেজারের সাথে কথা চালাচালিও শুরু করে দিয়েছে।
তবে চিন্তা একটাই ঠিক যে কারণে আগেরবারও ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আ্নচেলত্তি। এবারে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেই রিয়াল চুক্তি। তবে সোর্স বলছে রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও এই মৌসুমেই লস ব্লাঙ্কোদের ফুরাতে পারে ডন আনচেলত্তির অধ্যায়।
তারপরও যদি আলোচনা ফলপ্রসূ না হয় তবে হয়ত আবারো ইন্টারিম কোচের দিকে ঝুঁকবে পাঁচবাবের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লিস্টে আবার এগিয়ে স্বদেশি ফিলিপ লুইস। তবে কানাঘুষা চলছে ম্যানচেস্টারসিটির হেডমাস্টার পেপ গার্দিওলাকে নিয়েও।
বিশ্বকাপ বাছাইয়ে জুনে ব্রাজিলের সামনে দুই কঠিন লড়াই। ঘরের মাঠে প্যারাগুয়ে আর অ্যাওয়েতে সামনে একুয়েডর। তার আগেই ঘুরে দাঁড়াতে চায় ২০০২ বিশ্বকাপজয়ীরা। প্যানিক বাটন আগেই প্রেস করে নিজেদের পেইন বাড়িয়েছে ব্রাজিল, এবারে চাপতে হবে রিসেট বাটন, ফেল করলেই মহাবিপদ। হাতে সময় এক বছর।